Karnataka High Court: দশেরা উৎসবে প্রধান অতিথি লেখিকা বানু মুস্তাক, বিতর্ক বাড়তেই আদালত বলল…
Contro over Chief Guest for Dasara Celebrations: আসন্ন দশেরা উৎসবে বানু মুস্তাককে প্রধান অতিথি করার সিদ্ধান্তের বিরোধিতা করে কর্নাটক হাইকোর্টে তিনটে আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে একজন বিজেপি নেতা প্রতাপ সিমহা। সিদ্ধান্ত প্রত্য়াহারের জন্য রাজ্যকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদনের শুনানির সময় এক আবেদনকারীর আইনজীবী এস সুদর্শন বলেন, ২০২৩ সালে লেখিকা বানু এমন মন্তব্য করেছিলেন, যা কন্নড় ভাষা বিরোধী।

বেঙ্গালুরু: মাইসুরুতে আসন্ন দশেরা উৎসবে প্রধান অতিথি নিয়ে বিতর্ক। বুকার পুরস্কারজয়ী লেখিকা বানু মুস্তাককে ওই উৎসবে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নিয়েছে কর্নাটক সরকার। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আবেদন জমা পড়ে কর্নাটক হাইকোর্টে। তবে সোমবার কর্নাটক হাইকোর্টের প্রধান বিচারপতি বিভু বাখরু এবং বিচারপতি সিএম জোশীর বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিল। এদিন আবেদন খারিজের সময় ডিভিশন বেঞ্চ বলে, “এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র।”
এদিন আবেদন খারিজ করে কর্নাটক হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলে, “রাষ্ট্রের আয়োজিত কোনও অনুষ্ঠানে ভিন্ন ধর্মে বিশ্বাসী কাউকে আমন্ত্রণ জানালে আবেদনকারীর আইনি কিংবা সাংবিধানিক কোনও অধিকার লঙ্ঘিত হবে বলে আমরা মনে করি না। তাই আবেদন খারিজ করা হল।”
আসন্ন দশেরা উৎসবে বানু মুস্তাককে প্রধান অতিথি করার সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে তিনটে আবেদন জমা পড়েছিল। আবেদনকারীদের মধ্যে একজন বিজেপি নেতা প্রতাপ সিমহা। সিদ্ধান্ত প্রত্য়াহারের জন্য রাজ্যকে নির্দেশ দিতে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন তিনি। আবেদনের শুনানির সময় এক আবেদনকারীর আইনজীবী এস সুদর্শন বলেন, ২০২৩ সালে লেখিকা বানু এমন মন্তব্য করেছিলেন, যা কন্নড় ভাষা বিরোধী। তখন বেঞ্চ মৌখিকভাবে বলেন, “আপনি কি বলছেন, এই দেশে কোনও ব্যক্তি নিজের মতামত জানাতে পারবেন না? আমাদের বলুন, আপনার সাংবিধানিক অধিকার কী?”
সুদর্শন নিজের সওয়ালে বলেন, উৎসবের সূচনায় শুধুমাত্র হিন্দু ধর্মে বিশ্বাসী কাউকে আমন্ত্রণ জানানো দরকার। আর এক আইনজীবী প্রশ্ন তোলেন, কোনও অহিন্দু কি হিন্দু উৎসবের সূচনা করতে পারেন? তখন আদালত বলে, “এখানে এটা প্রশ্ন নয়। হিন্দুত্বে কি কোনও নিষেধ রয়েছে? কোনও মন্দির কিংবা ট্রাস্টি এই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে আসেনি।” আবেদন খারিজ করে দিয়ে কর্নাটক হাইকোর্ট বলে, “খারাপের বিরুদ্ধে ভালর জয়ের উৎসব হল বিজয়া দশমী। দেশজুড়েই এই উৎসব পালিত হয়।”
