AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vande Bharat: এটাই দেশের ধীরতম বন্দে ভারত, কত গতিতে ছোটে জানেন

Vande Bharat: ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে ছুটতে পারে বন্দে ভারত। দেশের প্রতিটি প্রান্তে এই এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরিকাঠামোর জন্য অনেক রুটেই কাঙ্খিত গতিতে ছুটতে পারছে না বন্দে ভারত এক্সপ্রেস। কিছু কিছু রুটে খুব অল্প দূরত্ব ওই স্পিডে যেতে পেরেছে বন্দে ভারত।

Vande Bharat: এটাই দেশের ধীরতম বন্দে ভারত, কত গতিতে ছোটে জানেন
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Sep 22, 2025 | 8:07 PM
Share

নয়া দিল্লি: দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেনের নাম বন্দে ভারত। মূলত উচ্চগতির জন্যই জনপ্রিয় এই ট্রেন। বিলাসবহুল এই ট্রেনের গতি সবথেকে বেশি। তবে এমন একটি বন্দে ভারত আছে, যা অত্যন্ত ধীরগতির। বিহারের সীমাচল এলাকার ওই বন্দে ভারত হল মন্থরতম ট্রেন। ট্রেনটি হল যোগবাণী দানাপুর বন্দে ভারত এক্সপ্রেস। বিহারের প্রত্যন্ত অঞ্চলের জন্য ওই ট্রেন খুব গুরুত্বপূর্ণ।

এই ট্রেন ৮ ঘণ্টা ১০ মিনিটে ৪৫৩ কিলোমিটার পথ পার করে। এর গতি হল ৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটিকে ধীরতম বন্দে ভারত বলা হয় কারণ সীমাচল এক্সপ্রেস ওই একই পথ পার করতে সময় নেয় ৮ ঘণ্টা ৫০ মিনিট অর্থাৎ প্রায় একই সময় লাগে দুটি ট্রেনের। এছাড়া টাইম টেবিল অনুসারেও সীমাচল এক্সপ্রেস অনেক বেশি সুবিধাজনক। এটি রাতে ছাড়ে, সকালে গন্তব্যে পৌঁছয়। সেই কারণেই এই যোগবাণী দানাপুর বন্দে ভারত এক্সপ্রেসকে স্লোয়েস্ট বা ধীরগতির বন্দে ভারত বলা হয়।

১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে ছুটতে পারে বন্দে ভারত। দেশের প্রতিটি প্রান্তে এই এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরিকাঠামোর জন্য অনেক রুটেই কাঙ্খিত গতিতে ছুটতে পারছে না বন্দে ভারত এক্সপ্রেস। কিছু কিছু রুটে খুব অল্প দূরত্ব ওই স্পিডে যেতে পেরেছে বন্দে ভারত। এখন প্রশ্ন হল, বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি কত? সম্প্রতি আরটিআই-এর জবাবে বন্দে ভারতের গতির বিষয়ে জানিয়েছে রেল মন্ত্রক। সেই তথ্য অনুযায়ী বন্দে ভারতের গতি দিনে দিনে কমছে!