German Ambassador to India: দিল্লি-মিরাট রুটের বর্ষপূর্তিতে যাত্রী জার্মান রাষ্ট্রদূত, ট্রেনে চেপে উচ্ছ্বসিত ফিলিপ

Oct 23, 2024 | 10:28 PM

German Ambassador to India: ২০২৩ সালের ২১ অক্টোবর এই পরিষেবা শুরু হয়। এক বছরে এই রুটে ৪০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। দিল্লি, গাজিয়াবাদ এবং মিরাটের মধ্যে সংযোগকারী প্রথম রুট এটা। দিল্লি-মিরাট ট্রেন পরিষেবায় মেট্রোর মতো সুবিধা পাওয়া যায়।

German Ambassador to India: দিল্লি-মিরাট রুটের বর্ষপূর্তিতে যাত্রী জার্মান রাষ্ট্রদূত, ট্রেনে চেপে উচ্ছ্বসিত ফিলিপ
ভারতীয় রেল পরিষেবার প্রশংসা করলেন জার্মান রাষ্ট্রদূত

Follow Us

দিল্লি: এক বছর আগে চালু হয়েছিল দিল্লি থেকে মিরাট রিজিওনাল ব়্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস)। কম সময়ে মানুষ যাতে নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারেন, তার জন্য নতুন এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। আর এই রুটের বর্ষপূর্তিতে ট্রেনের সওয়ারি হলেন ভারত ও ভুটানে নিযুক্ত জার্মান অ্যাম্বাসাডর ফিলিপ আকেরমন। ট্রেন সফরে উচ্ছ্বসিত তিনি।

২০২৩ সালের ২১ অক্টোবর এই পরিষেবা শুরু হয়। এক বছরে এই রুটে ৪০ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন। দিল্লি, গাজিয়াবাদ এবং মিরাটের মধ্যে সংযোগকারী প্রথম রুট এটা। দিল্লি-মিরাট ট্রেন পরিষেবায় মেট্রোর মতো সুবিধা পাওয়া যায়। ভারত ও জার্মানের সংস্থা ডচি বান মিলে যৌথ উদ্যোগে এই প্রকল্পে কাজ করেছে।

এই খবরটিও পড়ুন

দিল্লি-মিরাট রুটের বর্ষপূর্তিতে ট্রেনের সওয়ারি হয়েছিলেন ভারতে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত ফিলিপ আকেরমন। এই ট্রেন পরিষেবা নিয়ে তিনি উচ্ছ্বসিত। বলেন, ভারতে লক্ষ লক্ষ মানুষ ট্রেনে যাতায়াত করেন। ভারতে গণপরিবহণের অন্যতম মাধ্যম রেল। গত কয়েক বছরে ট্রেনের আধুনিকীকরণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সফর শেষে জার্মান রাষ্ট্রদূত জানান, ডচি বান ইউরোপের বাইরে প্রথম কোনও প্রকল্পে কাজ করেছে। ভারত-জার্মান পারস্পরিক এই সহযোগিতা বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Next Article