Mahua Moitra: বিয়ে করলেন মহুয়া? বিজেডি নেতার সঙ্গে ছবি ভাইরাল হতেই জোর জল্পনা
Mahua Moitra: বিজেডির প্রাক্তন সাংসদ পিনাকী মিশ্রের সঙ্গে বিয়ে হয়েছে মহুয়া মৈত্রের।

নয়া দিল্লি: সবার অলক্ষ্যে বিয়ে সেরে ফেললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র? সম্পর্কের কথা শোনা গিয়েছিল আগেই। আর এবার সামনে এল ছবি। সূত্রের খবর, গত ৩ মে জার্মানিতে এক গোপন অনুষ্ঠানে বিয়ে করেছেন কৃষ্ণনগরের সাংসদ। তবে সেই খবরের সত্যতা স্বীকার করেননি মহুয়া।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে মহুয়া মৈত্র ও পিনাকী মিশ্রের ছবি। পিনাকী মিশ্র বিজেডির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন সাংসদ। ওড়িশার পুরী লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন তিনি। পেশায় আইনজীবী পিনাকীর সঙ্গে মহুয়ার বধূবেশের ছবি প্রকাশ্য়ে এসেছে। ছবিতে দেখা যাচ্ছে, হালকা গোলাপি শাড়ি ও গয়না পরেছেন মহুয়া আর পিনাকী মিশ্রের পরণে সাদা পঞ্জাবী ও জ্যাকেট।
তৃণমূলের দুবারের সাংসদ মহুয়া মৈত্র। এর আগে লোকসভায় করা বক্তব্যের জেরে চরম বিতর্কের মুখে পড়তে হয়েছিল মহুয়াকে। সংসদ থেকে সাসপেন্ড হতে হয়েছিল তাঁকে। পরে ২০২৪-এর লোকসভা নির্বাচনে ফের একবার কৃষ্ণনগর কেন্দ্র থেকে জয়ী হয়ে সংসদে ফেরেন মহুয়া। সাংসদ হিসেবে বিভিন্ন ইস্যুতে বারবার মুখ খুলেছেন তিনি। তাঁর বক্তব্য ও তাঁর জীবনযাপণ তাঁকে শিরোনামে নিয়ে এসেছে।
তবে পিনাকী মিশ্রের সঙ্গে মহুয়ার সম্পর্কের কথা শোনা গেলেও দুজনকে সেভাবে প্রকাশ্যে দেখা যায়নি আগে।
উল্লেখ্য, রাজনৈতিক জীবনে পা রাখার আগে মহুয়া যখন বিদেশি সংস্থায় চাকরি করতেন, তখন লার্স ব্ররসনকে বিয়ে করেছিলেন তিনি। পরে সেই বিয়ে ভেঙে যায়।
