Durga Idol Immersion: বিসর্জনের পথে মর্মান্তিক দুর্ঘটনা! জলে ডুবে মৃত্যু ১০ শিশুর
Durga Puja Dashami: তড়িঘড়ি ক্রেন ডেকে এনে স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয় ট্র্যাক্টরটি। উদ্ধার করা হয় শিশুদেরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার আগে গাড়িতে ১২ জন শিশু ছিল, যাদের মধ্যে জল থেকে ১১ জনকে উদ্ধার করা গিয়েছে। ১ জন এখনও নিখোঁজ। এছাড়াও এই ১১ জনের মধ্য়ে দু'জনের আবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে।

ভোপাল: একইদিনে দু’টো মর্মান্তিক ঘটনা। দু’টোই দুর্গা বিসর্জন দিতে যাওয়ার পথে। আর দু’টো ক্ষেত্রেই গাড়ি জলে পড়ে। এমনকি উভয় ঘটনা ঘটল একটিই রাজ্য়ে, মধ্য প্রদেশ।
প্রথম দুর্ঘটনাটি ঘটল মধ্য প্রদেশের উজ্জয়িনীর ইঞ্জোরিয়া এলাকায়। দুর্গা প্রতিমা-সহ পুণ্যার্থী বোঝাই ট্র্যাক্টর রাস্তার বেড়া ভেঙে গিয়ে পড়ল নীচের চম্বল নদীতে। এক ১২ বছরের শিশুর ভুলের মাশুল গুনতে হল জনা দশেককে। যাদের মধ্য়ে প্রত্যেকেই শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই ট্র্যাক্টরটি অকুস্থলের পাশে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে পড়েছিলেন বাদ বাকি পুণ্যার্থীরা। দুর্গা প্রতিমা পাহারার দায়িত্ব দিয়েছিলেন শিশুদের। তখনই তাদের মধ্যে একজন ট্র্যাক্টর চালু করে দেয়। তারপরই ঘটে বিপদ। রেলিং ভেঙে জলে পড়ে যায় ট্রাক্টরটি।
তড়িঘড়ি ক্রেন ডেকে এনে উদ্ধার করা হয় ট্র্যাক্টরটি। স্থানীয়দের উদ্যোগে উদ্ধার করা হয় শিশুদেরও। জানা গিয়েছে, দুর্ঘটনার আগে গাড়িতে ১২ জন শিশু ছিল, যাদের মধ্যে জল থেকে ১১ জনকে উদ্ধার করা গিয়েছে। ১ জন এখনও নিখোঁজ। এছাড়াও এই ১১ জনের মধ্য়ে দু’জনের আবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয়েছে।
আরেকটি দুর্ঘটনা ঘটেছে খণ্ডয়া জেলার পানধানা তেহসিলে। সেখানেও দুর্গা প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নদীতে পড়ে যায় পুণ্যার্থী বোঝাই ট্র্যাক্টর। সেই সময় তাতে মোট সওয়ারীর সংখ্যা ছিল ২০ থেকে ২৫ জন। কিন্তু তাদের মধ্যে থেকে এখনও পর্যন্ত মাত্র ১১ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে ৮ জন তরুণী। বাকিরা নিখোঁজ।
