Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল ২০টি কামরা! বন্ধ আপ-ডাউন চলাচল

ঈপ্সা চ্যাটার্জী |

Sep 19, 2024 | 6:23 AM

Train Route Disrupted: বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়। 

Train Accident: আবার ট্রেন দুর্ঘটনা, লাইন থেকে ছিটকে গেল ২০টি কামরা! বন্ধ আপ-ডাউন চলাচল
লাইনচ্যুত মালগাড়ি।
Image Credit source: ANI

Follow Us

লখনউ: একের পর এক ট্রেন দুর্ঘটনা। এবার লাইনচ্যুত মালগাড়ি। রেললাইন থেকে ছিটকে গেল মালগাড়ির ২০টি কামরা। উত্তর প্রদেশের মথুরায় লাইনচ্যুত হয় পণ্যবাহী ট্রেনটি। সাধারণ যাত্রীবাহী ট্রেন হলে বড় ক্ষয়ক্ষতি হতে পারত বলেই উদ্বেগ প্রকাশ করেছেন রেল আধিকারিকরা। এদিকে, মালগাড়ির কামরা লাইন থেকে ছিটকে পড়ায় বন্ধ তিনটি আপ-ডাউন ট্রাক। এর জেরে বহু ট্রেন দেরীতে চলছে।

জানা গিয়েছে, বুধবার রাত ১১টা নাগাদ আগ্রা থেকে দিল্লিগামী রুটে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। ট্রেনটি ঝাঁসি থেকে সুন্দরগড় যাচ্ছিল। মথুরার বৃন্দাবন রোডের কাছে আচমকাই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনটি। কমপক্ষে ২০টি কামরা লাইনচ্যুত হয়।

এই খবরটিও পড়ুন

দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে মালগাড়িতে কয়লা থাকায়, তা  ট্র্যাকের উপরে ছড়িয়ে পড়ে। মালগাড়ির কামরার ধাক্কায় বেশ কয়েকটি পিলারও ভেঙে গিয়েছে। এর জেরে আপ-ডাউন ট্র্যাকে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। আগ্রা, দিল্লি এবং গোয়ালিয়রগামী কমপক্ষে ১৫টি ট্রেন দেরীতে চলছে। চরম ভোগান্তির সম্মুখীন যাত্রীরা।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। রাত থেকেই ট্র্যাক মেরামতির কাজ শুরু হয়েছে।

Next Article