Adi Vaani: কেন্দ্রের নয়া উদ্যোগ! দেশের জনজাতিকে জুড়ে দিল ‘ডিজিটাল স্রোতে’
Adi Vaani: বর্তমানে দেশে মোট ৭১টি এমন জেলা রয়েছে, যেখানকার মানুষদের মাতৃভাষা কোনও না কোনও উপজাতি বা জনজাতি ভাষা। আরও একটি পরিসংখ্য়ান বলছে, গোটা দেশজুড়ে প্রায় ৪৬১টি উপজাতি ভাষার প্রচলন রয়েছে। যাদের মধ্য়ে আবার ৪২টি উপজাতি ভাষার অবস্থা সঙ্গীন অর্থাৎ সেই ভাষা আজ বিলুপ্তির পথে।

নয়াদিল্লি: দেশে এই প্রথমবার। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন উপজাতি ভাষা বোঝার জন্য তৈরি হল অ্যাপ। কিন্তু বানাল কারা? কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, কেন্দ্রের আদিবাসী বিষয়ক মন্ত্রকের উদ্যোগেই এই নতুন অ্যাপ তৈরি করা হয়েছে। নাম ‘আদিবাণী’।
ইতিমধ্যে অ্য়াপটির প্রাথমিক সংস্করণ প্লে-স্টোর এসে গিয়েছে। দিন কয়েকের মধ্যে চলে আসবে অ্যাপলের অ্য়াপ স্টোরেও। কিন্তু এই নতুন অ্যাপে কী সুবিধা হবে? উপজাতি ভাষার ক্ষেত্রেই বা কোনও উন্নয়ন দেখা যাবে কি? ওয়াকিবহাল মহল বলছে, এই নতুন অ্য়াপ উপজাতি-জনজাতিদের সঙ্গে দেশের অন্য জাতির মানুষের মধ্য়ে একটি সম্পর্কের সেতু তৈরি করবে। বছর বছর ধরে যে অলিখিত দূরত্ব, তা ভাঙবে এই অ্যাপ।
বর্তমানে দেশে মোট ৭১টি এমন জেলা রয়েছে, যেখানকার মানুষদের মাতৃভাষা কোনও না কোনও উপজাতি বা জনজাতি ভাষা। আরও একটি পরিসংখ্য়ান বলছে, গোটা দেশজুড়ে প্রায় ৪৬১টি উপজাতি ভাষার প্রচলন রয়েছে। যাদের মধ্য়ে আবার ৪২টি উপজাতি ভাষার অবস্থা সঙ্গীন অর্থাৎ সেই ভাষা আজ বিলুপ্তির পথে।
আদিবাণী ঠিক সেই সমস্যাটারই সমাধান করবে। এই হারিয়ে যাওয়া ভাষাগুলিকে নিয়ে আসবে এক ছাদের তলায়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের মাধ্য়মে সাধারণের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে ‘দূরে’ থাকা জনজাতি ভাষাগুলিকে। নয়াদিল্লি সূত্রে খবর, এই অ্যাপ তৈরির কাছে বিশেষ ভূমিকা নিয়েছে দেশের IIT গুলি। আইআইটি দিল্লি, আইআইটি হায়দরাবাদ ও আইআইটি নব রায়পুর ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে হাত মিলিয়ে এই অ্যাপটি তৈরি করে। যেখানে আপাতত ভাবে সাঁওতালি, ভিলি, মুন্ডারি, গন্ডি-সহ বেশ কয়েকটি ভাষাকে যুক্ত করা হয়েছে। আগামী দিনে এই ভাষার সংখ্যা আরও বাড়ানো হবে বলেই খবর।
