নয়া দিল্লি: ভুয়ো ভোটার নিয়ে চাপানউতোরের অন্ত নেই। এরইমধ্যে এবার ভুয়ো ভোটার ইস্যুতে তৃণমূল বিজেপি যুযুধান দুই পক্ষই এদিন দ্বারস্থ হতে চলেছে জাতীয় নির্বাচন কমিশনের। ঘোষণা মতো এদিন বিকাল সাড়ে পাঁচটায় জাতীয় নির্বাচন কমিশনে দ্বারস্থ হবে তৃণমূলের দশ সদস্যের সাংসদের প্রতিনিধি দল। যাচ্ছে বিজেপিও। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দল যখন যাচ্ছে তার ঠিক এক ঘণ্টা আগে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের নেতৃত্বে কমিশনের দ্বারস্থ হবেন রাজ্য বিজেপি সাংসদরা।
ডুপ্লিকেট এপিক কার্ড ইস্যুতে কমিশনের বিবৃতিতে সন্তুষ্ট নয় তৃণমূল। কত ডুপ্লিকেট এপিক কার্ড আছে সেই সংখ্যা জানাতে হবে কমিশনকে। এমনটাই দাবি বাংলার শাসকদলের। এই দাবির পাশাপাশি ভুলের নেপথ্যে কারা আছে তাদের চিহ্নিত করে শাস্তির কাঠগড়ায় তোলার দাবিও জানাতে চলছেন ঘাসফুল শিবিরের সাংসদরা। সূত্রের খবর এমনটাই।
অন্যদিকে রাজ্যে ১৭ লক্ষ ভুয়ো ভোটার আছে বলে অভিযোগ জানাতে চলেছে বিজেপি। এই খবরও পাওয়া যাচ্ছে। বিডিওদের কাজে লাগিয়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের সীমান্ত এলাকায় ভোটার কার্ড দেওয়া হচ্ছে বলে একদিন আগেই লোকসভায় অভিযোগ তুলেছে বিজেপি। তা নিয়েও বিস্তর চাপানউতোর চলছে দিল্লি থেকে বাংলায়। এখন নতুন করে বিজেপি-তৃণমূলের অভিযোগের পর কমিশনের তরফ থেকে নতুন কোনও পদক্ষেপ করা হয় কিনা সেটাই দেখার।