AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: কোথায় হামলাকারীরা? কেন ব্যর্থ ইন্টালিজেন্স? বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি তৃণমূলের

Trinamool Congress: কাকলী বলেন, “পহেলগাঁওয়ের হামলাকারীরা আজকে কোথায়? আজ অবধি তাঁদের ধরা যয়ানি। তাঁরা কোথায় আছে সেই উত্তরও পাওয়া যায়নি। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। এটা খুবই প্রয়োজনীয়।”

Trinamool Congress: কোথায় হামলাকারীরা? কেন ব্যর্থ ইন্টালিজেন্স? বিশেষ অধিবেশনের দাবিতে মোদীকে চিঠি তৃণমূলের
মোদীকে চিঠি তৃণমূলের Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: May 27, 2025 | 1:46 PM
Share

নয়া দিল্লি: বারবার সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। ইন্টেলিজেন্স থাকবে না কেন? স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দিষ্ট পরিকাঠামো আছে। সবটাই কি সম্পূর্ণ ব্যর্থ? যারা হামলা করল তাদের এখন ধরা যায়নি। তাই এই ইস্যুতে সংসদে দ্রুত বিশেষ অধিবেশন ডাকার প্রয়োজন রয়েছে বলেই মত তৃণমূলের। এদিন দলীয় সাংসদদের বৈঠক শেষে এমনটাই বললেন কাকলী ঘোষ দস্তিদার। 

প্রসঙ্গত, এদিন সকালেই এক এক করে তৃণমূলের ৬১ সাউথ অ্যাভিনিউ পার্টি অফিসে পৌঁছাতে দেখা যায় তৃণমূল সাসংসদের। সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে পুরোনো সংসদের সেন্ট্রাল হলের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সেখানে ফের বৈঠকের কথা ছিল। তখনই শোনা গিয়েছিল লোকসভার স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানাতে চলেছে তৃণমূল সাংসদরা। কীভাবে এই দাবি জানানো হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। 

শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন তৃণমূল সাংসদদের টিম যায় স্পিকারের সঙ্গে দেখা করতে। তৃণমূল সাংসদদের সাফ কথা, পাকিস্তানকে প্রত্যাঘাত ইস্যুতে সরকারের পাশে ছিল তৃণমূল। কিন্তু, পহেলগাঁও হামলায় গোয়ন্দা ব্যর্থতা কেন দেখা গেল? কেন এখনও হামলাকারীদের ধরা যাচ্ছে না? এদিন বারবার সেই প্রশ্ন তুলতে দেখা গেল কাকলী ঘোষ দস্তিদারদের। ইতিমধ্যেই বিশেষ অধিবেশনের দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কাকলী বলেন, “পহেলগাঁওয়ের হামলাকারীরা আজকে কোথায়? আজ অবধি তাঁদের ধরা যয়ানি। তাঁরা কোথায় আছে সেই উত্তরও পাওয়া যায়নি। তাই সংসদের বিশেষ অধিবেশন ডাকা উচিত। এটা খুবই প্রয়োজনীয়। আমরা সেন্ট্রাল হলে তৃণমূল সংসদীয় দলের বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছি। অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয় উদ্বেগের হয়ে উঠেছে।”