উৎসবে জমজমাট হবে ৫ দিন, TV9 ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’র উদ্বোধন করলেন MD-CEO বরুণ দাস
Festival of India: এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া। তাই এবারের আড়ম্বরও অনেক বেশি। আজ, ৯ অক্টোবর থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত, ৫ দিন ধরে, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে চলবে এই বিরাট উৎসব। দুর্গাপুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।
নয়া দিল্লি: ঢাকের কাঠি পড়ে গিয়েছে। উৎসবে মুখর চারিদিক। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা! তবে বাঙালি যেমন আর রাজ্যের মধ্যে সীমাবদ্ধ নেই, তেমনই দুর্গাপুজোও রাজ্যের গণ্ডি পেরিয়েছে বহুদিন আগেই। যারা রাজ্য়ের বাইরে থাকেন, তাদের পুজোর এই কটা দিন বড্ড মন কেমন করে। তবে রাজধানীতে যারা থাকেন, তাদের আর মন খারাপ হবে না এবার, কারণ টিভি ৯ নেটওয়ার্ক এনেছে ‘ফেস্টিভাল অব ইন্ডিয়া’ (TV9 Festival of India)। দিল্লির সবথেকে বড় দুর্গা মণ্ডপ তৈরি হয়েছে এখানেই। পাশাপাশি নাচ-গান, খাওয়া-দাওয়া তো রয়েইছে। আজ, বুধবার মহাষষ্ঠীতে এই মণ্ডপের উদ্বোধন করেন টিভি ৯ নেটওয়ার্কের ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বরুণ দাস।
এবার দ্বিতীয় বর্ষে পদার্পণ করছে টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়া। তাই এবারের আড়ম্বরও অনেক বেশি। আজ, ৯ অক্টোবর থেকে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত, ৫ দিন ধরে, মেজর ধ্যান চাঁদ স্টেডিয়ামে চলবে এই বিরাট উৎসব। দেবী দুর্গার আরাধনার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। একদিকে যেমন বাঙালির ধুনুচি নাচ হবে, তেমনই গুজরাটি গারবা, পঞ্জাবী ভাঙড়াও থাকবে। এক কথায় বলতে গেলে দেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতির মেলবন্ধন হবে টিভি ৯ ফেস্টিভাল অব ইন্ডিয়ায়।
পাশাপাশি থাকছে মেগা এগজিবিশন। ২৫০টিরও বেশি নানা ধরনের স্টল বসেছে ধ্যানচাঁদ স্টেডিয়ামে। অর্থাৎ আনন্দের কোনও খামতি থাকবে না টিভি ৯-র ফেস্টিভাল অব ইন্ডিয়ায় এলে।