TV9 India Festival: কোরিয়া, থাইল্যান্ড, দুবাই – দেশ-বিদেশের ২৫০ স্টলে সেজে উঠেছে TV9-এর ইন্ডিয়া ফেস্টিভাল

TV9 India Festival: শিশু, বৃদ্ধ এবং মহিলাদের জন্য বিভিন্ন ধরণের সুন্দর গয়না, পার্স, শাড়ি এবং স্যুট রয়েছে। শিশুদের জন্য ম্যাজিক কিট, বয়স্কদের জন্য জয়েন্টের ব্যথার জন্য থাইল্যান্ডের বাম রয়েছে, ঘর সাজানোর জন্য রয়েছে দুর্দান্ত বৈচিত্র্যপূর্ণ উপহার। ৯ তারিখ থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১৩ তারিখে।

TV9 India Festival: কোরিয়া, থাইল্যান্ড, দুবাই - দেশ-বিদেশের ২৫০ স্টলে সেজে উঠেছে TV9-এর ইন্ডিয়া ফেস্টিভাল
TV9 নেটওয়ার্কের নিউজ ডিরেক্টর হেমন্ত শর্মা বলেন, 'সারা দেশে প্রতিটি ভাষায় TV9 কাজ করছে। সারা দেশে প্রতিনিধিত্ব রয়েছে। তাই সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সংস্কৃতি খুঁজে পাওয়া যাবে এই ফেস্টিভালে।'
Follow Us:
| Updated on: Oct 10, 2024 | 12:43 PM

নয়া দিল্লি: বুধবার (৯ অগস্ট) থেকে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে শুরু হয়েছে TV9 ভারতবর্ষের দুর্গা পূজা উপলক্ষে পাঁচ দিনব্যাপী ভারতীয় উৎসব। শুধু ভারত নয়, বিদেশ থেকেও ব্যবসায়ীরা এসেছেন এই উৎসবে যোগ দিতে। দেশ-বিদেশের প্রায় আড়াইশ স্টল বসিয়েছেন ব্যবসায়ীরা। শিশু, বৃদ্ধ এবং মহিলাদের জন্য বিভিন্ন ধরণের সুন্দর গয়না, পার্স, শাড়ি এবং স্যুট রয়েছে। শিশুদের জন্য ম্যাজিক কিট, বয়স্কদের জন্য জয়েন্টের ব্যথার জন্য থাইল্যান্ডের বাম রয়েছে, ঘর সাজানোর জন্য রয়েছে দুর্দান্ত বৈচিত্র্যপূর্ণ উপহার। ৯ তারিখ থেকে শুরু হওয়া এই উৎসব শেষ হবে ১৩ তারিখে।

আপনি যদি দূর্গা পূজা এবং দশেরার সময় আপনার পরিবারের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে নবরাত্রি উপলক্ষে দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পরিচালিত TV9 ভারতবর্ষের ইন্ডিয়ান ফেস্টিভালে আসতে পারেন। বুধবার দুপুর ১২টায় দুর্গাপূজার পর আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই উৎসব। শিশুদের জন্য এই উৎসবে অনেক আকর্ষণ আছে। এর মধ্যে অন্যতম হল দিল্লির জাদু ইনস্টলেশন। রুমাল থেকে টাকা গায়েব করা থেকে শুরু করে, রুমাল থেকে জল না পড়া, দড়ি কেটে গিঁট গায়েব করা ইত্যাদি অনেক ধরনের জাদু দেখানো হচ্ছে এখানে। এই স্টলে ম্যাজিকাল কিটও পাওয়া যাচ্ছে, যা শিশুরা জাদু শিখতে পারবে।

মহিলারা অসম থেকে আনা শাড়িও খুব পছন্দ করছেন। এই শাড়িগুলির বিশেষত্ব হল এগুলি সবই তাঁতে বোনা। অসমের ঐতিহ্যবাহী শাড়ি মাঙ্গাও পাওয়া যাচ্ছে। যেগুলিতে সম্পূর্ণ হাতের কাজ রয়েছে। ১০০০ টাকা থেকে শুরু করে ১৮,০০০ টাকা দামে শাড়িও পাওয়া যাচ্ছে।

এছাড়া, আপনি যদি পরিবারকে নিয়ে কোথাও পিকনিকে যাওয়ার পরিকল্পনা করেন, তবে আপনি ইন্ডিয়ান ফেস্টিভালে আরবান মেটসের স্টলে কাঠের মাদুর পাবেন। আপনি কুরাই মাদুরের একটি কিট কিনতে পারেন যা বেশ হালকা এবং কুশনও দেওয়া আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া খুবই সহজ। কারণ, এই মাদুরটির ওজন মাত্র ৪০০ গ্রাম।

ভারতীয় উৎসবে প্রায় আড়াই শতাধিক স্টল স্থাপন করা হয়েছে। শুধু দেশ থেকে নয়, বিদেশ থেকেও ব্যবসায়ীরা এসেছেন ব্যবসা করতে । দুবাইয়ের ব্যবসায়ী জুহেদ খান এখানে এক চিত্তাকর্ষক সুগন্ধির স্টল দিয়েছেন। যেগুলির দাম শুরু হচ্ছে মাত্র ৫০০ টাকা থেকে। ফ্রেঞ্চ পারফিউম, আতর এবং দুবাই পারফিউম পাওয়া যাচ্ছে। বিশেষত্ব হল, তারা নিজে হাতে সুগন্ধি তৈরি করে বিক্রি করেন।

এর বাইরে থাই ব্যবসায়ীরা মহিলা ও শিশুদের জন্য বিশেষ পণ্য নিয়ে এসেছেন। যা শিশু ও মহিলাদের আকৃষ্ট করবে। বিশেষ করে এই স্টলে শিশুদের খেলনা ও খেলার সামগ্রী পাওয়া যাবে। আফগানিস্তানের শুকনো ফলও মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্টল মালিক মায়িম সুলতানি জানান, গত বছরও TV9 ভারতবর্ষের এই অনুষ্ঠানে তিনি দোকান দিয়েছিলেন। এই বছরও তিনি দোকান দিয়েছেন। সেখানে ডুমুর, বাদাম, খেজুর, কাজু এবং কিশমিশ পাওয়া যাচ্ছে।

সকাল থেকে রাত অবধি চলছে এই উৎসব। প্রথম দিন থেকেই দর্শকদের ভিড় শুরু হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হল কোরিয়ার স্টল, যেখানে মহিলাদের জন্য কৃত্রিম গহনা-সহ অনেক জিনিস পাওয়া যাচ্ছে। মহিলাদের সৌন্দর্য পণ্য বাজারদরের চেয়ে অনেক কম দামে পাওয়া যাচ্ছে। বয়স্কদের শরীরের সব ব্যথা উপশমের জন্য রয়েছে থাইল্যান্ডের বাম। থাইল্যান্ডের ব্যবসায়ী সংস্থা ফেক চায়না ট্রেডার্সের দাবি, শরীরের ব্যথা, মাথাব্যথা, গাঁটে ব্যথা, মাংসপেশির ব্যথা – সব থেকে মুক্তি পাওয়া যাবে।

ঘরের সৌন্দর্য বাড়ানোর জন্য, এখানে মোরাদাবাদের একটি দোকানও রয়েছে। মোরাদাবাদ পিতলের শহর হিসাবে খ্যাত। এখানে পিতলের তৈরি সুন্দর ঝাড়বাতি পাওয়া যায়। কান্দিলের দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৫০০০ টাকারও বেশি। ঘরকে সুগন্ধযুক্ত করতে, থাইল্যান্ডের আয়ুর্বেদিক ধূপকাঠিও পাওয়া যাচ্ছে। এর দাম ২০০ টাকা।

উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
উৎসবের সঙ্গে প্রবাসে পুজোয় জারি প্রতিবাদও
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
ভারতের হাতে নতুন ব্রহ্মাস্ত্র, এয়ার ডিফেন্সে এলিট ক্লাবে ভারত
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
চাপ বাড়ছে মধ্যবিত্তের, বাড়তে পারে হোম লোনের ইএমআই!
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
'রান্নাঘর'-এ কণীনিকার সঙ্গী মেয়ে কিয়া! মা-মেয়ের জুটিকে নিয়ে শুরু আলোচন
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
কীভাবে কলকাতার একটি ছেলে হয়ে উঠলেন ভারতীয় সিনেমার মিঠুনদা?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
Katrina Kaif: চিন্তিত ভক্তরা, হঠাৎ কী হল নায়িকার! সব ঠিক আছে তো?
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
'ডাক্তারদের ভয় করে', ভাইরাল অরিজিতের পুরনো ভিডিয়ো
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
স্কুলের গন্ডি পার করেনি,বাবা অভিষেকের মৃত্যুর ২ বছরে বড় সিদ্ধান্ত
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
চাইল্ড শেল্টারে অস্ত্রাগার, শিশুরা যখন ‘হাতিয়ার’
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?
শেষে কিনা আমির খানকে নিয়েই রসিকতা শাহরুখ খানের! কী হয়েছে জানেন?