ভারত কীভাবে বিশ্ব শান্তির অনুঘটক হল? WITT সামিটের মঞ্চে জানাবেন আকবরউদ্দিন
TV9's WITT summit: মিশর এবং সৌদি আরব - দুই দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে নিজের কূটনৈতিক দক্ষতার পরিচয় রেখেছেন প্রাক্তন কূটনীতিক, সৈয়দ আকবরুদ্দিন। নয়া দিল্লিতে ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির মধ্যে হতে যাওয়া WITT শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। 'নট অ্যান এরা অব ওয়ার: ইন্ডিয়া অ্যাজ এ গ্লোবাল পিস ক্যাটালিস্ট' বিষয়ে বলবেন তিনি।
নয়া দিল্লি: ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি, নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে TV9 নেটওয়ার্কের বার্ষিক সম্মেলন, ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’। এবারের সম্মেলনের মূল বিষয়, ‘ভারত: তৈরি পরবর্তী বড় লাফ দিতে’। এই বিষয়ে ২৬ তারিখ মূল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া তিন দিনের এই সম্মেলনে অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, ভারতের জি২০ সভাপতিত্বে শেরপা অমিতাভ কান্ত, বিদেশমন্ত্রী ড. সুব্রহ্মণ্যম জয়শঙ্কর, অভিনেতা রবিনা ট্যান্ডন, অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট-সহ বহু বিশিষ্ট ব্যক্তি। শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখবেন সৈয়দ আকবরউদ্দিনও। ‘নট অ্যান এরা অব ওয়ার: ইন্ডিয়া অ্যাজ আ গ্লোবাল পিস ক্যাটালিস্ট’ বিষয়ে বক্তব্য রাখবেন রাষ্ট্রপুঞ্জে ভারতের প্রাক্তন স্থায়ী প্রতিনিধি তথা কৌটিল্য স্কুল অব পাবলিক পলিসির ডিন।
কেরলে জন্মালেো, তেলঙ্গানার হায়দরাবাদ শহরেই বড় হয়েছেন সৈয়দ আকবরুদ্দিন। পড়াশোনা করেন হায়দরাবাদ পাবলিক স্কুল থেকে। তারপর, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে। তাঁর মা ছিলেন অধ্যাপক, আর তার বাবা নিযুক্ত ছিলেন কাতারে ভারতের রাষ্ট্রদূত হিসেবে। পেশা হিসেবে বাবার পদাঙ্কই অনুসরণ করেছিলেন তিনি। ১৯৮৫ সালে তিনি ভারতীয় ফরেন সার্ভিসের একজন অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তারপর কূটনৈতিক ক্ষেত্রে বিভিন্ন পদ অলঙ্কত করেন। ২০২০ সালে অবসর গ্রহণ করেন তিনি। অবসরের পর, বর্তমানে কৌটিল্য স্কুল অব পাবলিক পলিসি-র ডিনের পদে রয়েছেন আকবরউদ্দিন। পরবর্তী প্রজন্মের রাষ্ট্রনেতা গড়ার কাজ করে এই প্রতিষ্ঠান।
অবসরের পরও, আন্তর্জাতিক মঞ্চে আকবরউদ্দিন দেশের প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে বড় ভূমিকা রয়েছে তাঁর। পশ্চিম এশিয়ার দেশগুলির সঙ্গে, বিশেষ করে মিশর ও সৌদি আরবের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে মুখ্য ভূমিকা নিয়েছেন এই অবসরপ্রাপ্ত কূটনীতিক। একসসময় ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনে উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন আকবরউদ্দিন।
WITT শীর্ষ সম্মেলনে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের ঊর্ধ্বমুখী গতির ব্যাখ্যা দেবেন সৈয়দ আকবরুদ্দিন। বিশেষ করে পশ্চিম এশিয়া অঞ্চলে ভারতের গুরুত্ব কীভাবে বাড়ছে এবং বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ক্ষেত্রে ভারত কীভাবে এক প্রধান শক্তি হয়ে উঠল, তাও জানাবেন। প্রসঙ্গত, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা ভারতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সম্প্রতি এই অঞ্চলে বিভিন্ন সফরে এসে, বারবারই এই বিষয়ের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভারতের শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ কীভাবে ভারতকে ‘পরবর্তী বড় লাফ’-এর জন্য তৈরি করে দিয়েছে, সেই বিষয়েই আলোকপাত করবেন আকবরুদ্দিন।