নয়া দিল্লি: ‘আব কি বার, ৪০০ পার’-এটাই বিজেপির নেতৃত্বে থাকা এনডিএ জোটের লক্ষ্যমাত্রা এই লোকসভা নির্বাচনে। কিন্তু বিজেপি যদি একা ২৭২ আসন পার করতে না পারে? তবে কী হবে? বিজেপির কি ‘প্ল্যান বি’ রয়েছে কোনও? এই প্রশ্নের উত্তর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ” প্ল্যান বি-র প্রয়োজন তখন পড়ে যখন প্ল্য়ান এ-র সাফল্যের সম্ভাবনা ৬০ শতাংশের কম হয়। আমি নিশ্চিত প্রধানমন্ত্রী মোদী বিপুল সংখ্য়াগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন।”
#WATCH | ‘What if BJP doesn’t cross 272 on 4th June?’, Union Home Minister Amit Shah answers.
“I don’t see any such possibilities. An army of 60 crore-strong beneficiaries are standing with PM Modi, they have no caste or age group…Those who have received all these benefits… pic.twitter.com/JRmZioEe8o
— ANI (@ANI) May 17, 2024
কিন্তু ৪ জুনে যদি ২৭২ পার না করে বিজেপি? এই প্রশ্নের জবাবে অমিত শাহ বলেন, “আমি এমন কোনও সম্ভাবনা দেখছি না। ৬০ কোটির উপভোক্তাদের শক্তিশালী সেনা প্রধানমন্ত্রী মোদীর পাশে দাঁড়িয়ে রয়েছে। তাদের কোনও বয়স বা শ্রেণির বিভাজন নেই… আমরা ৪ কোটি গরিব মানুষকে আবাস প্রকল্পের সুবিধা দিয়েছি, আরও ৩ কোটি মানুষকে বাসস্থান দেওয়া হবে ভোট শেষ হওয়ার পর। ৩২ কোটি আয়ুষ্মান ভারত কার্ড দেওয়া হয়েছে। ১৪ কোটি বাড়িতে জল এনে দেওয়া হয়েছে, ১০ কোটি মানুষ এলপিজির সুবিধা পাচ্ছেন। ১২ কোটি বাড়িতে শৌচালয় তৈরি করে দিয়েছি। লাখপতি দিদি তৈরি করেছি, আরও ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য আমাদের। ১১ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রতি বছরে ৬ হাজার টাকা দেওয়া হয়। প্রতিটি গরিব পরিবারকে ৫ কেজি রেশন বিনামূল্যে দেওয়া হয়। স্বাধীনতার ৬০ বছর পরে এমন প্রধানমন্ত্রী এসেছেন, যিনি গরিব মানুষদের গণতন্ত্রের অংশ বানিয়েছেন। যারা সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন, তারা জানেন নরেন্দ্র মোদী কী এবং কেন তাঁকে ৪০০ আসন দেওয়া উচিত।”