Amit Shah: ‘নির্বাচনী বন্ড বাতিল না করে…’, ‘সুপ্রিম’ রায় নিয়ে মুখ খুললেন অমিত শাহ

Electoral Bond: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, "নির্বাচনী বন্ড আনা হয়েছিল ভারতীয় রাজনীতি থেকে কালো টাকা দূর করতে"। এই প্রকল্প বাতিল করার বদলে এর পরিবর্তন করা উচিত ছিল।

Amit Shah: 'নির্বাচনী বন্ড বাতিল না করে...', 'সুপ্রিম' রায় নিয়ে মুখ খুললেন অমিত শাহ
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Mar 16, 2024 | 11:06 AM

নয়া দিল্লি: সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে নির্বাচনী বন্ড (Electoral Bond) নিয়ে তথ্য প্রকাশ করেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (State Bank of India)। জাতীয় নির্বাচন কমিশনও (Election Commission of India) সেই তথ্য প্রকাশ করেছে। নির্বাচনী বন্ডের প্রকাশিত তথ্যে দেখা গিয়েছে, সবথেকে বেশি আর্থিক অনুদান পেয়েছে বিজেপি। শুক্রবার এই বিষয় নিয়ে অবশেষে মুখ খুললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তিনি বললেন, “এই উদ্যোগ আনা হয়েছিল ভারতীয় রাজনীতি থেকে কালো টাকা দূর করতে”। এই প্রকল্প বাতিল করার বদলে এর পরিবর্তন করা উচিত ছিল।

শুক্রবার ইন্ডিয়া টুডে-র কনক্লেভে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, “ভারতীয় রাজনীতিতে কালো টাকার যে প্রতিপত্তি ছিল, তা দূর করতেই নির্বাচনী বন্ড আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সবাই গ্রহণ করেছে। আমিও সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে সম্পূর্ণ সম্মান করি। তবে আমার মনে হয়, নির্বাচনী বন্ড সম্পূর্ণভাবে বাতিল করার বদলে এটা পরিবর্তন করা যেত।”

প্রসঙ্গত, গত ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ নির্বাচনী বন্ডকে অবৈধ বলে ঘোষণা করেন এবং তা বাতিল করে দেয়। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ২০১৯ থেকে ২০২৪ সাল অবধি কত নির্বাচনী বন্ড কেনা হয়েছে, কোন দল বন্ড বাবদ কত টাকা অনুদান পেয়েছে, এই সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করার নির্দেশ দেয়। তবে এসবিআই বন্ডের তথ্য প্রকাশ করার জন্য ৩০ জুন অবধি সময় চেয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট অতিরিক্ত সময় দিতে অস্বীকার করে। পরের দিনই, ১২ মার্চ নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য জাতীয় নির্বাচন কমিশনের হাতে তুলে দেয়। ১৪ মার্চ নির্বাচন কমিশন নির্বাচনী বন্ডের যাবতীয় তথ্য প্রকাশ করে।