ওড়িশা: প্রচারে বেরিয়ে ঝড় তুলছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওড়িশার সম্বলপুরের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। সভা-সমাবেশ করছেন। প্রচার করছেন। মানুষের একেবারে মনের কাছে পৌঁছে যাচ্ছেন। আর এবার একেবারে আম জনতার সঙ্গে মিশে গেলেন ধর্মেন্দ্র প্রধান। প্রচারের ব্যস্ততার মাঝেই আর পাঁচটা সাধারণ মানুষের মতো স্কুটি নিয়ে রাস্তায় ঘুরলেন। জনসংযোগকে এক অন্য মাত্রায় নিয়ে গেলেন ধর্মেন্দ্র প্রধান। ঢুকে গেলেন চায়ের দোকানে। সাধারণ মানুষজনের মতোই দোকানে দাঁড়িয়ে কাচের গ্লাসে চায়ে চুমুক দিলেন। সঙ্গে চায়ের দোকান থেকে বেকারি বিস্কুটও খেলেন। শুনলেন সাধারণ মানুষজনের কথা, তাঁদের দাবি-দাওয়ার কথা।
ভোটের মুখে শনিবার একেবারে অন্য মেজাজে ধরা দিলেন সম্বলপুরের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। এলাকায় এলাকায় ঘুরলেন। পায়ে হেঁটেই জনসংযোগ সারলেন। মহল্লায় মহল্লায় ঘুরে সেখানকার মানুষজনের সঙ্গে কথা বললেন। ব্যাগ হাতে ফল-সবজির বাজারও করলেন। কেন্দ্রীয় মন্ত্রীকে এত কাছে পেয়ে খুশি আম জনতাও। মাঝে এক চায়ের দোকানের সামনে বেঞ্চে বসে কাগজের কাপে বসে চা খেলেন। সঙ্গে আড্ডা মারলেন এলাকাবাসীদের সঙ্গে। ভোটের আগে তাঁদের মনের কথা বুঝে নিলেন ‘চায়ে পে চর্চা’ করতে করতে।
লোকসভা ভোটের মুখে প্রচারে বেরিয়ে ব্যাপক সারা পাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী। জনসভাগুলিতে উপচে পড়ছে সমর্থকদের ভিড়। যেখানে যেখানে রোড শো করছেন, রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছেন। ভোটের মুখে যথেষ্ট আত্মবিশ্বাসী মেজাজে কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুরের বিজেপি প্রার্থী। আজ ফুরফুরে মেজাজে শহরের রাস্তায় স্কুটি চালানো, কিংবা চায়ের দোকানে আড্ডা… সেই সবে যেন তাঁর শরীরী ভাষার সেই দিকটাই বার বার ফুটে উঠল।