Anurag Thakur: বিআরএস তেলঙ্গানাকে ১০ বছর পিছনে ঠেলে দিয়েছে: অনুরাগ ঠাকুর
Telengana Election: বিআরএস সরকারের পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কটাক্ষের সুরে তিনি বলেন, "বিআরএস এবং কংগ্রেস একই মুদ্রার দুটি পিঠ। যদি তাদের রাজনীতির দিকে তাকান, তাহলে উভয়ই দুর্নীতি ও পরিবারবাদে বিশ্বাসী এবং একের পর এক বড় দুর্নীতিতে যুক্ত।"
হায়দরাবাদ: চলতি মাসের শেষেই তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। রাজ্যের মসনদ ধরে রাখতে যেমন মরিয়া চন্দ্রশেখর রাওয়ের দল, তেমনই BRS-এর হাত থেকে রাজ্যকে দখল করতে মরিয়া কংগ্রেস ও বিজেপি। এবার তেলঙ্গানায় গিয়ে বিআরএস সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। একইসঙ্গে বিজেপি ক্ষমতায় এলে ওবিসি নেতা মুখ্যমন্ত্রী হবেন বলেও প্রতিশ্রুতি দিলেন সিনিয়ার বিজেপি নেতা (Anurag Thakur)।
এদিন এক সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, “বিআরএস সরকার তেলঙ্গানাকে ১০ বছর পিছনে ঠেলে দিয়েছে এবং লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে।” তবে মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের নেতৃত্বাধীন বিআরএস-এর পরিবারকেন্দ্রিক রাজনীতির কবল থেকে তেলেঙ্গানাকে মুক্ত করবেন বলেও প্রতিশ্রুতি দেন অনুরাগ ঠাকুর। তিনি আরও বলেন, “ক্ষমতায় আসার আগে কে. চন্দ্রশেখর রাও তপশিলী জাতি সম্প্রদায়ের জন্য অনেক কিছু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কিছুই পূরণ হয়নি।” এমনকি অনগ্রসর সম্প্রদায় রাজনৈতিক ক্ষমতা ভোগ করছে না বলেও তোপ দাগেন অনুরাগ ঠাকুর। এপ্রসঙ্গে তাঁর প্রতিশ্রুতি, “যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওবিসি নেতা মুখ্যমন্ত্রী হবেন।”
বিআরএস সরকারের পাশাপাশি কংগ্রেসকেও একহাত নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। কটাক্ষের সুরে তিনি বলেন, “বিআরএস এবং কংগ্রেস একই মুদ্রার দুটি পিঠ। যদি তাদের রাজনীতির দিকে তাকান, তাহলে উভয়ই দুর্নীতি ও পরিবারবাদে বিশ্বাসী এবং একের পর এক বড় দুর্নীতিতে যুক্ত।” কংগ্রেস কর্নাটক ও হিমাচল প্রদেশেও ভোটের প্রচারেও বহু প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু কিছুই করেনি বলে তোপ দাগেন অনুরাগ ঠাকুর। অন্যদিকে, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার পরিকাঠামো উন্নয়নে একাধিক কাজ করেছেন বলেও পরিসংখ্যান তুলে ধরেন কেন্দ্রীয় মন্ত্রী। তাই তেলঙ্গানার উন্নয়নে রাজ্যবাসীর কাছে ডবল ইঞ্জিন সরকার গড়ার আহ্বান জানান অনুরাগ ঠাকুর।
প্রসঙ্গত, চলতি মাসেই ছত্তীসগঢ়, মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান ও তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন। এর মধ্যে তেলঙ্গানায় নির্বাচন একেবারে শেষে, ৩০ নভেম্বর। তবে অন্য রাজ্যের সঙ্গেই তেলঙ্গানাতেও ভোটের ফল প্রকাশিত হবে আগামী ৩ ডিসেম্বর।