AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

G Kishan Reddy: হায়দরাবাদ থেকে নতুন রুটের উড়ান শুরু, উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী

G Kishan Reddy: সেপ্টেম্বরেই হায়দরাবাদ থেকে সাতটি নতুন রুটে বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেয় ইন্ডিগো। সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে হায়দরাবাদ-রাজকোট বিমান পরিষেবা শুরু হয়েছে। ২৩ তারিখে হায়দরাবাদ-আগরতলা ও ২৪ তারিখে হায়দরাবাদ-জম্মু বিমান পরিষেবা শুরু হয়েছে। এদিন হায়দরাবাদ-কানপুর এবং হায়দরাবাদ-অযোধ্যা রুটে বিমান পরিষেবা শুরু হল।

G Kishan Reddy: হায়দরাবাদ থেকে নতুন রুটের উড়ান শুরু, উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী
জি কিষাণ রেড্ডি। ফোটো সৌজন্য-PTI
| Updated on: Sep 27, 2024 | 10:06 PM
Share

হায়দরাবাদ: মধ্যবিত্তের সাধ্যের মধ্যে এখন উড়ান-যাত্রা। দিন দিন বাড়ছে বিমানের টিকিটের চাহিদা। হায়দরাবাদ থেকে একাধিক নতুন রুটে বিমান চালানোর দাবি উঠে। ইতিমধ্যে কয়েকটি রুটে বিমান চলাচল শুরু করেছে। আর শুক্রবার দুটি নতুন রুটে উড়ান-যাত্রা শুরু হল। নতুন রুটে উড়ান নিয়ে উচ্ছ্বসিত কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি।

ইতিমধ্যে হায়দরাবাদ থেকে রাজকোট, হায়দরাবাদ থেকে আগরতলা ও হায়দরাবাদ থেকে জম্মু বিমান চলাচল শুরু হয়েছে। এদিন হায়দরাবাদ থেকে কানপুর এবং হায়দরাবাদ থেকে অযোধ্য বিমান চলাচল শুরু হয়। আগামিকাল থেকে হায়দরাবাদ থেকে প্রয়াগরাজ ও হায়দরাবাদ থেকে আগরা বিমান চলাচল শুরু হবে।

সাধারণ মানুষ যাতে বিমানে সওয়ারি হতে পারেন, তার জন্য অসামরিক বিমান পরিবহণ ক্ষেত্রে একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। ছোট ছোট শহরে বিমানবন্দর তৈরি করা হয়েছে। ২০১৪ সালের আগে যেখানে দেশে ৭০টি বিমানবন্দর ছিল, তা এখন প্রায় দেড়শোর কাছাকাছি পৌঁছে গিয়েছে। ছোট ছোট শহরে মানুষ যাতে কম খরচে বিমানে যাতায়াত করতে পারেন, তার জন্য উড়ান প্রকল্প চালু করেছে কেন্দ্র। এর ফলে বেড়েছে নতুন বিমান পরিষেবার দাবি বাড়ে।

যাত্রীদের দাবি মেনে বিমান সংস্থাগুলি নতুন রুটে পরিষেবা চালু করছে। সেপ্টেম্বরেই হায়দরাবাদ থেকে সাতটি নতুন রুটে বিমান পরিষেবা শুরু করার সিদ্ধান্ত নেয় ইন্ডিগো। সেপ্টেম্বরের ১৬ তারিখ থেকে হায়দরাবাদ-রাজকোট বিমান পরিষেবা শুরু হয়েছে। ২৩ তারিখে হায়দরাবাদ-আগরতলা ও ২৪ তারিখে হায়দরাবাদ-জম্মু বিমান পরিষেবা শুরু হয়েছে। এদিন হায়দরাবাদ-কানপুর এবং হায়দরাবাদ-অযোধ্যা রুটে বিমান পরিষেবা শুরু হল। আর আগামিকাল হায়দরাবাদ-প্রয়াগরাজ ও হায়দরাবাদ-আগরা রুটে বিমান পরিষেবা শুরু হবে।

নতুন রুটে বিমান পরিষেবা চালু নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি। তিনি বলেন, এইসব শহরে যাতায়াত নিয়ে যাত্রীদের দাবি পূরণ হবে নতুন এই রুটগুলি চালু হওয়ায়। যাত্রীরাও নতুন এই পরিষেবা পেয়ে উৎসাহিত হবেন বলে তিনি মন্তব্য করেন।