লখনউ: ভিনধর্মে বিয়ে নয়। লভ-জিহাদ(Love Jihad) নিয়ে বরাবরই সরগরম বিজেপি শাসিত রাজ্যগুলি। কিছুদিন আগেই যোগীরাজ্য উত্তর প্রদেশে(Uttar Pradesh) লভ-জিহাদ(Love Jihad) নিয়ন্ত্রণ আইনের সমর্থনে অধ্যাদেশ জারি করেছেন রাজ্যপাল আনন্দীবেন পাটেল। প্রয়োজনে অধ্যাদেশ যে প্রয়োগ হতে পারে তা এবার হাতেনাতে করে দেখাল যোগী প্রশাসন। শুধু একটি ফোনকলের উপর ভিত্তি করে বিয়ের মণ্ডপ থেকে মুসলিম দম্পতিকে তুলে আনল যোগী পুলিস।
আরও পড়ুন : কাঁচি দিয়ে কুপিয়ে খুন স্ত্রীকে, মৃতদেহ আগলে বসে ভিডিয়ো গেমে মত্ত স্বামী
মঙ্গলবার, কুশীনগর থানায় একটি অজ্ঞাত ফোনকলে জানানো হয়, এক হিন্দু ধর্মের মেয়েকে জোর করে ধর্মান্তরিত করে বিয়ে করা হচ্ছে। ফোনকলের সত্যতা যাচাই না করেই বিয়ের মণ্ডপে গিয়ে উপস্থিত হয় পুলিস। আটক করা হয় দম্পতিকেও। সারারাত থানায় আটকে রেখে চলে জিজ্ঞাসাবাদ। বুধবার সকালে, পরিবারের হস্তক্ষেপে ছাড় পান নিগৃহীত দম্পতি।
আরও পড়ুন : ধর্ষণের ভিডিয়ো ফাঁস করে দেওয়ার হুমকি দেখিয়ে নির্যাতন নাবালিকাকে, ধৃত তিন সহ এক নাবালক
সূত্রের খবর, নিগৃহীত হায়দার আলি ও শাবিলা খাতুনের দীর্ঘদিনের সম্পর্ক। দুজনেই মুসলিম। মঙ্গলবার, বিয়ের রাতে পুলিস হঠাৎ-ই মণ্ডপে এসে তাঁদের তুলে নিয়ে যায়। অভিযোগ, হায়দারকে বেল্ট দিয়ে মারধরও করে পুলিস। শাবিলার পরিবারের তরফেও জানানো হয়, হায়দারকে স্বেচ্ছায় বিয়ে করেছে শাবিলা। কোনও জবরদস্তি হয়নি। শাবিলার পরিবারেরও অমত নেই। কিন্তু, পুলিস অনড়। শাবিলার আধার, ভোটার ও প্যান কার্ড জমা দেওয়ার পরই জেরা থেকে তাঁদের অব্যাহতি দেয় পুলিস।
আরও পড়ুন : আদিবাসী শিশুদের টিউশন দিতে চান মিমি
পুলিস সূত্রের খবর, মঙ্গলবার ফোনকলের ভিত্তিতেই হায়দারের বিবাহবাসরে হানা দেয় প্রশাসন। পরে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া গেলে ছেড়েও দেওয়া হয় দম্পতিকে। অনতিপরেই, অনুসন্ধান করে বার্তাবাহককে গ্রেফতার করে পুলিস। সেই বার্তাবাহক জানায়, কয়েকজন স্থানীয় ‘হিন্দু যুবক’ টাকার বদলে থানায় ফোন করতে বলে। ফোন করার পর টাকাও পায় সে। যদিও, সেই ‘যুবকরা’ এখনও অধরা। তবে হায়দারকে মারধরের দাবি সম্পূর্ণই খারিজ করে দিয়েছে পুলিস।
আরও পড়ুন : হিম্মত-ই সম্বল! নাবালিকার বিয়ে রুখল বন্ধুরাই
এমন ঘটনা আবারও ঘটতে পারে এই মর্মে সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ বিবৃতি দেয় কুশীনগর থানা। বিবৃতিতে স্পষ্টই উল্লেখ করা হয়, ‘লভ-জিহাদকে(Love Jihad) কেন্দ্র করে আসা অভিযোগটি সম্পূর্ণ ভ্রান্ত। পুলিস যথাযথ অনুসন্ধান চালিয়েছে। এই ধরনের স্পর্শকাতর বিষয়ে অভিযোগ জানানোর আগে মানুষকে আরও সচেতন হতে হবে।’