আদিবাসী শিশুদের টিউশন দিতে চান মিমি
বৃহস্পতিবার, পাইলেনে আদিবাসী মেয়েদের ফুটবল(Football) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ওই জনজাতির কচিকাচাদের পড়াশুনার ভার নেওয়ার আশ্বাস দিলেন মিমি
নরেন্দ্রপুর : আদিবাসী সম্প্রদায়ের শিশুদের টিউটর হতে চান যাদবপুর লোকসভা কেন্দ্রের অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakrabarty)। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর(Narendrapur) থানার পাইলেন, হাঁড়িপোতা-সহ বিস্তীর্ণ এলাকা জুড়েই ওরাও, কোল জনজাতির বাস। বৃহস্পতিবার, পাইলেনে আদিবাসী মেয়েদের ফুটবল(Football) প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এসে ওই জনজাতির কচিকাচাদের পড়াশুনার ভার নেওয়ার আশ্বাস দিলেন মিমি(Mimi Chakrabarty)।
আরও পড়ুন : হিম্মত-ই সম্বল! নাবালিকার বিয়ে রুখল বন্ধুরাই
বারুইপুর জেলা পুলিসের উদ্যোগে আদিবাসী(Tribal) মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে থাকছে প্রশিক্ষণের সবরকম ব্যবস্থাই। শনি ও রবিবার করে সপ্তাহে দুইদিন চলবে অনুশীলন। আগামী দুই বছরের মধ্যে এখানকার মেয়েরা কলকাতা ডিভিশনে খেলতে পারে তার জন্য এখন থেকেই চলছে প্রস্তুতি। প্রাথমিকভাবে, ৩০ জনকে নিয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। জানিয়েছেন বারুইপুর জেলা পুলিস সুপার কামনাশিস সেন। প্রশিক্ষণের পাশাপাশি, মেয়েদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার ব্যবস্থাও করেছে সংস্থাটি।
আরও পড়ুন : গরুপাচারকাণ্ড: মূল চক্রী এনামুলের আত্মসমর্পণ, সতীশের মুখোমুখি জেরার সম্ভাবনা
বৃহস্পতিবারের উদ্বোধনী অনুষ্ঠানে মিমি চক্রবর্তীর(Mimi Chakraborty) সঙ্গে উপস্থিত ছিলেন বারুইপুর(Baruipur) জেলা পুলিস সুপার কামনাশিস সেন, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, ফুটবলার দেবজিৎ ঘোষ-সহ অন্যান্য ব্যক্তিত্ব। এই অনুষ্ঠানে মিমি জানান, মেয়েদের সঙ্গে ফুটবল খেলতে মাঠে নামতেও প্রস্তুত তিনি। শুধু প্রশিক্ষণেরই অভাব। সেই ব্যবস্থা হলে তিনিও মাঠে খেলতে নামবেন। শুধু তাই নয়, ছোট বাচ্চাদের টিউশন দিতে চান তিনি। তাঁর এই ঘোষণায় উৎসাহিত এলাকাবাসী থেকে উদ্যোক্তারা। কবে এবার সাংসদকে ‘টিউটর’হিসাবে পাবেন এই আশাতেই বুক বাঁধছে পাইলেন গ্রাম।