জে পি নাড্ডার কনভয়ে হামলা চালানোর অভিযোগে গ্রেফতার ৭, তোলা হল আদালতে
গতকাল ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ে মোট দুই জায়গায় হামলা চালানো হয়। একবার উস্তির শিরাকোলে এবং দ্বিতীয়বার ফলতার দোস্তিপুরে।
কলকাতা: বুধবার ডায়মন্ড হারবার সফরে যাওয়ার সময় বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)-র কনভয়ে হামলা চালানোর ঘটনায় মোট ৭ জনকে গ্রেফতার করল পুলিস। ফলতা থানার পুলিস চারজনকে গ্রেফতার করে, উস্তি থানার পুলিস গ্রেফতার করে আরও তিনজনকে। তাদের আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়েছে। ১৪ দিনের পুলিসি হেফাজতের আবেদন জানানো হয়েছে আদালতে।
গতকাল ডায়মন্ড হারবার যাওয়ার পথে জে পি নাড্ডার কনভয়ে মোট দুই জায়গায় হামলা চালানো হয়। একবার উস্তির শিরাকোলে এবং দ্বিতীয়বার ফলতার দোস্তিপুরে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় নাড্ডার গাড়ি, আহত হন বেশ কয়েকজন বিজেপি কর্মী। আজ উস্তি থানার পুলিস আব্বাস শেখ, তামাত্রা শেখ ও সফিক শেখ নামক তিন ব্যক্তিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করে। ধৃত আব্বাস ফলতার হাসিমনগরের বাসিন্দা। অপর দুই অভিযুক্ত তামাত্রা ও সফিক শিরাকোলের বাসিন্দা। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৪৭, ১৮৬, ৩৫৩, ৫০৬, ৪২৭, ৩২৩, ৩৩২, ৩ ও ৪ পিডিপিপি ধারায় মামলা রুজু করেছে পুলিস।
অন্যদিকে ফলতা থানার পুলিস আলম সেখ, অজিত সেখ, সঞ্জয় মণ্ডল ও সন্দীপ দাসকে গ্রেফতার করে। তাঁদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৪৭, ১৪৯, ১৮৬, ৩৫৩, ৩৩৩, ৩২৫, ৪২৭ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত সন্দীপের বাড়ি পূর্ব দুর্গাপুর এবং বাকিদের বাড়ি দোস্তিপুর এলাকায়।
ধৃতদের সকলকে শুক্রবার দুপুরে ডায়মন্ড হারবার এসিজেএম (ACJM) আদালতে তোলা হয়। তদন্তকারী অফিসার ধৃতদের ১৪দিনের পুলিস হেপাজতের আবেদন জানান। অভিযুক্তদের আইনজীবী সুদীপ চক্রবর্তী বলেন,”গাড়ির ভিতর থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনদের উদ্দেশ্যে নানা অঙ্গভঙ্গি করা হচ্ছিল। ক্রমাগত নানা অঙ্গভঙ্গি ও মজা করায় তারা ক্ষুব্ধ হয়ে গাড়ির উপর ইট ছোড়ে।” ধৃতরা তৃণমূলের কর্মী সমর্থক হিসেবেই এলাকায় পরিচিত। তবে ধৃতদের পরিবারের দাবি, বৃহস্পতিবার দুপুরে নাড্ডার কনভয়ে হামলার ঘটনার সময় তাঁরা সেখানে উপস্থিতই ছিলেন না।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিল, মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ কলকাতা হাইকোর্টের