সব বয়সী সাংবাদিকদের জন্য করোনা টিকা ঘোষণা উত্তরাখণ্ড সরকারের
উত্তরাখণ্ড এই প্রথম কোনও রাজ্যে হিসেবে সব বয়সীদের সারা রাজ্য জুড়ে করোনা সাংবাদিকদের করোনা টিকা দেওয়ার ঘোষণা করল।
দেরাদুন: দেশে করোনার প্রথম টিকাকরণ শুরু হয়েছিল চিকিৎসক ও প্রথম সারির করোনা (COVID) যোদ্ধাদের মাধ্যমে। প্রথম দফায় ভারতে করোনা টিকা পেয়েছিলেন করোনা যোদ্ধারাই। এরপর ৪৫-ঊর্ধ্ব কো-মর্বিডিটি যুক্তরা ও ৬০-ঊর্ধ্ব প্রবীণদের করোনা টিকা দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র। সেই নির্দেশিকায় বদল এনে পয়লা এপ্রিল থেকে ৪৫-ঊর্ধ্ব প্রত্যেককে করোনা টিকা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্র। এ বার সব বয়সী সাংবাদিকদের করোনা টিকা দেওয়ার ঘোষণা করল উত্তরাখণ্ডের রাজ্য সরকার।
সাংবাদিকদের করোনা যোদ্ধা তকমা দিয়ে করোনা টিকাকরণের কথা জানাল কেন্দ্র। বিবৃতি দিয়ে তিরথ সিং রাওয়াত প্রশাসন জানিয়েছে, মহামারীতে করোনা সংক্রান্ত সচেতনতা ও তথ্য সকলের কাছে পৌঁছে দিয়ে প্রথম সারির যোদ্ধাদের মতো কাজ করেছেন সাংবাদিকরা। লকডাউনেও তথ্য সম্প্রচার কর্মীরা অনবরত কাজ করে গিয়েছেন। এর আগে পঞ্জাব সরকার বিচারপতি, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকদের লুধিয়ানা জেলায় করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছিল।
উত্তরাখণ্ড এই প্রথম কোনও রাজ্যে হিসেবে সব বয়সীদের সারা রাজ্য জুড়ে করোনা সাংবাদিকদের করোনা টিকা দেওয়ার ঘোষণা করল। দেশে বাড়তি করোনা সংক্রমণ রুখতে কেন্দ্র প্রত্যেক রাজ্যকে করোনা টিকায় দ্রুততা বাড়ানোয় নির্দেশ দিয়েছে। প্রত্যেক রাজ্যকে সারা এপ্রিল মাস জুড়ে ছুটির দিনেও করোনা টিকা দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্র। প্রসঙ্গত, দেশে এ পর্যন্ত মোট করোনা টিকা পেয়েছেন ৭ কোটি ৩০ লক্ষ ৫৪ হাজার ২৯৫ জন।
আরও পড়ুন: লালার রক্ষাকবচ তুলে নেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাবে সিবিআই