Violence in UP jail: জেলখানায় জ্বলছে আগুন, বন্দির মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 07, 2021 | 3:02 PM

Inmates take control of Fatehgarh jail: এ দিন সকালে সন্দীপ কুমারের মৃত্যুর খবর পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দিরা। জেলকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন তারা। জেলের একটি অংশে আগুনও লাগিয়ে দেন।

Violence in UP jail: জেলখানায় জ্বলছে আগুন, বন্দির মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি
জেলের একটি অংশ থেকে ধোঁয়া বের হতেও দেখা যায়। ছবি: টুইটার

Follow Us

লখনউ: বন্দি মৃত্যু ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হল ফতেহগঢ় সংশোধনাগারে (Fatehgarh district jail)। রবিবার সকাল থেকেই জেলকর্মী ও আধিকারিকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বন্দিদের (Prisoners)। জানা গিয়েছে, দুই আধিকারিককে আটক করে রেখেছে বন্দিরা। বর্তমানে তাদের সঙ্গে মধ্যস্থতা করার চেষ্টা চলছে।

ডেঙ্গু(Dengue)-তে এক বন্দির মৃত্য়ুর ঘটনা কেন্দ্র করেই এ দিন সকালে উত্তর প্রদেশ(Uttar Pradesh)-র ফতেহগঢ়ের জেলা সংশোধনাগারে উত্তেজনা ছড়ায়। বন্দিদের দাবি, জেল কর্তৃপক্ষের গাফিলতির কারণেই ওই বন্দির মৃত্যু হয়েছে। এ দিন সকাল থেকেই জেলের ভিতরে সংঘর্ষ ছড়ায়, জেলকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। জেলের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

জেল আধিকারিক সূত্রে জানা গিয়েছে, অখিলেশ কুমার ও শৌলেশ কুমার নামক দুই ডেপুটি জেলারকে আটক করে রেখেছে বন্দিরা। তাদের সঙ্গে কথা বলে ওই দুই আধিকারিককে ছাড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে। বেশ কয়েকজন জেলকর্মী আহতও হয়েছেন বলে জানা গিয়েছে। গুলির আঘাতে তিন বন্দি ও এক কন্সটেবল আহত হয়েছে বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সন্দীপ কুমার নামক এক বন্দি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়। বন্দিদের দাবি, সন্দীপের অসুস্থতা নিয়ে জেল কর্তৃপক্ষকে আগেই জানানো হয়েছিল, কিন্তু আধিকারিকরা সেই অনুরোধে কর্ণপাত করেননি। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সেখানেও ভুল চিকিৎসা করা হয়েছে বলে দাবি বন্দিদের।

এ দিন সকালে সন্দীপ কুমারের মৃত্যুর খবর পেতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন বন্দিরা। জেলকর্মীদের লক্ষ্য করে পাথর ছুড়তে থাকেন তারা। জেলের একটি অংশে আগুনও লাগিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শীর্ষ আধিকারিকরা বন্দিদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে দুই ডেপুটি জেলারকেই বন্দি বানিয়ে নেয় তারা।

এখনও অবধি জেল কর্তৃপক্ষের তরফে কোনও বিবৃতি প্রকাশ না করা হলেও, সূত্রের খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায় পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়লেও, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন তারা। বর্তমানে অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

ফরুখাবাদের অতিরিক্ত পুলিশ সুপারিন্ডেন্ট অজয়পাল সিং জানান, ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের সিনিয়র সুপারিন্ডেন্ট ও জেলা শাসক। তারা  বন্দিদের সঙ্গে কথা বলছেন। যে বন্দির মৃত্যু হয়েছে, তার চিকিৎসায় কোনও গাফিলতি ছিল কিনা, তাও খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও বন্দিরা কোনও ভাবেই বিক্ষোভ থামাতে চাইছেন না বলে জানা গিয়েছে।

এ দিকে, জেলের ভিতরে বন্দিদের ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে আশেপাশের এলাকাতেও। বন্দিরা যাতে সংশোধনাগার ছেড়ে পালাতে না পারে, তার জন্য গোটা এলাকাটি কড়া পুলিশি নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে।

Next Article