AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ব্যাঙ্ক আছে, সিঁড়ি নেই! SBI-র ব্রাঞ্চে গ্রাহকরা কীভাবে ঢুকছেন, দেখুন ভিডিয়ো…

SBI: ব্যাঙ্ক ও বিল্ডিংয়ের মালিককে আগে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল বেআইনি জবরদখল নিয়ে। তবে ব্যাঙ্ক বা বিল্ডিং মালিক কোনও পদক্ষেপই করেননি। শেষে সাব-কালেক্টর, তহশিলদারের উপস্থিতিতে ব্যাঙ্কের সিঁড়ি ভেঙে ফেলা হয়।

Viral Video: ব্যাঙ্ক আছে, সিঁড়ি নেই! SBI-র ব্রাঞ্চে গ্রাহকরা কীভাবে ঢুকছেন, দেখুন ভিডিয়ো...
মই বেয়ে ব্যাঙ্কে ঢুকছেন গ্রাহকরা।Image Credit: X
| Updated on: Nov 30, 2025 | 10:29 AM
Share

ভুবনেশ্বর: আজব কাণ্ড। ব্যাঙ্ক আছে, তাতে কর্মীরা আছেন, আছেন গ্রাহকও। শুধু নেই একটা জিনিসই, সিঁড়ি! আস্ত ব্যাঙ্ক থাকলেও, তাতে ওঠার কোনও সিঁড়ি নেই। গ্রাহকরা তাহলে ঢুকছেন কী করে? ট্রাক্টরের উপরে চেপে, মই বেয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার একটি শাখার ভিডিয়ো। কিন্তু কেন এমন হল?

যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তা ওড়িশার ভদ্রক জেলার একটি স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার। বিল্ডিংয়ের প্রথম তলে ব্যাঙ্ক। সিঁড়িও ছিল ওঠার জন্য, কিন্তু সম্প্রতিই জমি জবরদখল মুক্ত করতে গিয়ে ভাঙা পড়ে ব্যাঙ্কের সিঁড়ি। তার জেরেই সমস্যা। গ্রাহক ও ব্যাঙ্কের কর্মীরা ঢুকবেন কী করে?

বাধ্য হয়েই ব্যাঙ্কের নীচে একটি ট্রাক্টর দাঁড় করানো হয়। তার উপরে মই লাগিয়ে ওঠা-নামা করতে হয় ব্যাঙ্কের কর্মী থেকে শুরু করে গ্রাহকদের। তাদের আবার সাহায্য করতে উপস্থিত ছিলেন একজন নিরাপত্তারক্ষী ও আরেক কর্মী। পথচলতি মানুষও এই দৃশ্য দেখে অবাক হয়ে যান।

জানা গিয়েছে, গত ২০-২১ নভেম্বর ভদ্রক জুড়ে জমি জবরদখল মুক্ত অভিযান চালানো হয়। চরম্প মার্কেট থেকে ভদ্রক রেলস্টেশন পর্যন্ত যাবতীয় জমি, যা এতদিন দখল করে রাখা ছিল, সেই সমস্ত বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হয়। এতে ভাঙা পড়ে এসবিআই-র অফিসের সামনের অংশও।

সরকারি সূত্রে খবর, ব্যাঙ্ক ও বিল্ডিংয়ের মালিককে আগে একাধিকবার নোটিস পাঠানো হয়েছিল বেআইনি জবরদখল নিয়ে। তবে ব্যাঙ্ক বা বিল্ডিং মালিক কোনও পদক্ষেপই করেননি। শেষে সাব-কালেক্টর, তহশিলদারের উপস্থিতিতে ব্যাঙ্কের সিঁড়ি ভেঙে ফেলা হয়। দুইদিন এভাবে মই বেয়ে ওঠানামা করার পর, বুধবার বাধ্য হয়ে একটি স্টিলের সিড়ি  বসাতে বাধ্য হন বিল্ডিংয়ের মালিক।