Viral Video: সাবধান! শহরের রাস্তায় ওঁত পেতে ‘সিরিয়াল কিসার’, মহিলাদের একলা পেলেই জাপ্টে ধরে…
Serial kisser of Bihar: সিরিয়াল কিলার নয়, বিহার পুলিশের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে এক 'সিরিয়াল কিসার'। সিসিটিভিতেও ধরা পড়েছে তার অপকর্ম।
পটনা: সাধারণত, পুলিশের মাথাব্যথা থাকে সিরিয়াল কিলারদের নিয়ে। যারা একের পর এক হত্যা করে থাকে। কিন্তু, বিহারে পুলিশের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে এক ‘সিরিয়াল কিসার’। প্রকাশ্যে মহিলাদের জোর করে চুমু খেয়ে বেড়াচ্ছে এই রহস্যময় ব্যক্তি। বিভিন্ন জায়গায় ওঁত পেতে থাকে সে। কখনও কোনও মহিলাকে একা দেখতে পেলেই, আচমকা তাঁর সামনে হাজির হয় এবং তিনি কিছু বুঝে ওঠার আগেই তাঁকে জোর করে তাদের চুমু খায়। তারপর ঘটনাস্থল থেকে চম্পট দেয়, যেন হাওয়ায় মিলিয়ে যায়। অল্পবয়সী কিশোরী থেকে মাঝবয়সী মহিলা, সকলেই তার অপকর্মের শিকার হয়েছে। গত কয়েকদিন ধরেই এই ব্যক্তির বিষয়ে বিভিন্ন মহিলারা অভিযোগ জানাচ্ছিলেন পুলিশে। সোমবার, সামনে এসেছে একটি সিসিটিভি ফুটেজ। সেই ফুটেজ দেখে এই ‘সিরিয়াল কিসার’কে শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
ভিডিয়ো ফুটেজটি বিহারের জামুই জেলার সদর হাসপাতালের। ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক মহিলা হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে একা ফোনে কথা বলছেন। হঠাৎ পিছন থেকে নিঃশব্দে এসে এক যুবক, ওই মহিলাকে জাপ্টে ধরে জোর করে চুমু খেতে শুরু করে। মহিলাটির হতবম্ভ হয়ে গিয়ে কিছু বলতেও পারেননি। তিনি কিছু বুঝে ওঠার আগেই যুবকটিকে সেখান থেকে পালাতে দেখা যায়। সূত্রের খবর, ভিডিয়োটিতে যে মহিলাকে দেখা যাচ্ছে, তিনি জামুই সদর হাসপাতালের এক কর্মী। ঘটনাটি ঘটে গত শুক্রবার। নির্যাতিতা মহিলা ওইদিনই জামুই থানায় অজ্ঞাত পরিচয় ওই যুবকের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন।
बिहार में सीरियल किसर, महिलाओं को देखते ही Kiss कर के हो जाता है फ़रार, जमुई सदर अस्पताल में महिला स्वास्थकर्मी से अश्लील हरकत करके हुआ फ़रार।#Bihar #Jamui #BiharNews pic.twitter.com/nVRKliJLGM
— Humara Bihar (@HumaraBihar) March 13, 2023
সিরিয়াল কিসারের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তারপরই জামুই জেলায় মহিলাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। একা একা বাড়ি থেকে বের হওয়ার সাহস করছেন না কেউ। হাসপাতালে মহিলাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে, এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। তাকে শনাক্ত পর্যন্ত করা যায়নি। অন্যান্য এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে।