বাস্কেটবল পোলে হাত দিতেই ভেঙে গেঁথে গেল বুকে, মর্মান্তিক মৃত্যু জাতীয় স্তরের খেলোয়াড়ের
Basketball Player Death: জাতীয় টিমে খেলার জন্য নির্বাচিত হয়েছিল হার্দিক। সম্প্রতিই ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছিল। হার্দিকের ভাইও বাস্কেটবল খেলে। তাঁদের বাবা, সন্দীপ রাঠী ছেলেদের প্র্যাকটিসের জন্য বাড়ির কাছে স্পোর্টস ক্লাবে ভর্তি করেছিলেন। অভিযোগ, বাস্কেটবল কোর্টের রক্ষণাবেক্ষণ করা হত না। দুর্বল কাঠামোর জন্যই হার্দিক পোলে হাত দিতেই তা ভেঙে পড়ে।

রোহতক: মৃত্যু এভাবেও আসে? ১৬ বছর বয়সী উঠতি বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু বাস্কেটবল কোর্টেই। জাতীয় স্তরের খেলোয়াড় ছিল হার্দিক রাঠী। প্রাকটিসের সময় বাস্কেটবল পোলে হাত দিতেই, সেই পোল ভেঙে পড়ে সরাসরি হার্দিকের বুকে গেঁথে যায়।
হরিয়ানার রোহতকের বাসিন্দা হার্দিক রাঠী। গতকাল, মঙ্গলবার লখন মাজরা কোর্টে প্রাকটিস করছিল হার্দিক। কোর্টে ও একাই ছিল। বাকি সতীর্থরা কোর্টের বাইরে বসা ছিল। হার্দিক দৌড়ে এসে বাস্কেটবল পোলে হাত দিতেই তা ভেঙে পড়ে। সোজা গেঁথে যায় হার্দিকের বুকে। সঙ্গে সঙ্গে তাঁর বন্ধুরা ছুটে আসে। ভারী বাস্কেটবল পোল বুক থেকে সরায়, কিন্তু হার্দিককে বাঁচানো যায়নি। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল।
हरियाणा – रोहतक में बास्केटबॉल पोल गिरने से नेशनल प्लेयर हार्दिक की मौत हो गई !!
4 साल पहले कांग्रेस MP दीपेंद्र हुड्डा ने 11 लाख रुपए दिए थे, लेकिन इस स्टेडियम की मेंटिनेंस नहीं हो सकी। 3 महीने पहले स्थानीय लोग CM नायब सैनी से भी मिले थे, तब भी कुछ नहीं हुआ।
⚠️Trigger Warning… pic.twitter.com/mHcHQUqhmF
— Sachin Gupta (@SachinGuptaUP) November 26, 2025
বাস্কেটবল খেলোয়াড়রা অনেক সময়ই পোলে হাত দেন বা তা থেকে ঝোলেন। নিজেদের স্কোরিং দক্ষতা বাড়ানোর জন্যই এমন প্র্যাকটিস করেন। মঙ্গলবার হার্দিক বাস্কেটবল পোলে হাত দিতেই তা সোজা ভেঙে পড়ে এবং হার্দিককে পিষে দেয়।
পরিবার ও প্রতিবেশী সূত্রে জানা গিয়েছে, জাতীয় টিমে খেলার জন্য নির্বাচিত হয়েছিল হার্দিক। সম্প্রতিই ট্রেনিং ক্যাম্প থেকে ফিরেছিল। হার্দিকের ভাইও বাস্কেটবল খেলে। তাঁদের বাবা, সন্দীপ রাঠী ছেলেদের প্র্যাকটিসের জন্য বাড়ির কাছে স্পোর্টস ক্লাবে ভর্তি করেছিলেন। অভিযোগ, বাস্কেটবল কোর্টের রক্ষণাবেক্ষণ করা হত না। দুর্বল কাঠামোর জন্যই হার্দিক পোলে হাত দিতেই তা ভেঙে পড়ে।
প্রসঙ্গত, এর আগে হরিয়ানার বাহাদুুরগড়েও এমন ঘটনা ঘটেছে। অমন নামক ১৫ বছরের এক কিশোর স্টেডিয়ামে প্রাকটিস করছিল, যখন বাস্কেটবল পোল তাঁর উপরে ভেঙে পড়ে। সোমবার রাতে অভ্যন্তরীণ আঘাতের জেরে রোহতকের নামকরা হাসপাতালে মৃত্যু হয় অমনের। অমনের পরিবার আবার হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে। হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি এই বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানিয়েছেন।
