Waqf Bill: ধোপে টিকল না বিরোধীদের প্রতিবাদ, ওয়াকফ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের

Jyotirmoy Karmokar | Edited By: সঞ্জয় পাইকার

Apr 01, 2025 | 2:30 PM

Waqf Bill: সংসদে দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশিদিন বাকি নেই। ৪ এপ্রিল শেষ হবে বাজেট আধিবেশন। এই অধিবেশনেই ওয়াকফ বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।

Waqf Bill: ধোপে টিকল না বিরোধীদের প্রতিবাদ, ওয়াকফ বিল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের
ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভা (ফাইল ফোটো)
Image Credit source: PTI

Follow Us

নয়াদিল্লি: বুধবারই লোকসভায় পেশ করা হবে ওয়াকফ সংশোধনী বিল। এই বিল নিয়ে ৮ ঘণ্টা আলোচনা হবে বলে ঠিক হয়েছে। যদিও মঙ্গলবার ওয়াকফ বিল নিয়ে বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠকে বিরোধীদের সঙ্গে সরকার পক্ষের তীব্র মতবিরোধ হয়। ভবিষ্যতে BAC বৈঠকে যোগ দেওয়া নিয়ে ভাবনাচিন্তার কথা জানিয়েছে বিরোধীরা।

সংসদে দ্বিতীয় পর্বের বাজেট অধিবেশনের আর বেশিদিন বাকি নেই। ৪ এপ্রিল শেষ হবে বাজেট আধিবেশন। এই অধিবেশনেই ওয়াকফ বিল পাশ করাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। ওয়াকফ বিল নিয়ে আলোচনার জন্য যৌথ সংসদীয় কমিটি গঠন করা হয়েছিল। সেখানেও বিরোধী সাংসদরা নানা প্রশ্ন তুলেছিলেন। তবে যৌথ সংসদীয় কমিটির তরফে বাজেট অধিবেশনের শুরুতেই লোকসভায় ওয়াকফ বিল জমা দেওয়া হয়।

এদিন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার নেতৃত্বে বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক হয়। বিরোধী ও শাসকজোটের সাংসদদের মতানৈক্যে উত্তপ্ত হয়ে ওঠে সেই বৈঠক। ওয়াকফ বিল নিয়ে ১২ ঘণ্টা আলোচনার দাবি জানান বিরোধী সাংসদরা। সেখানে সরকার পক্ষ ৪ ঘণ্টা আলোচনা চায়। শেষপর্যন্ত ঠিক হয়েছে, ওয়াকফ বিল নিয়ে ৮ ঘণ্টা আলোচনা হবে।

এই খবরটিও পড়ুন

বিরোধীরা এদিন অভিযোগ করে, BAC বৈঠক সরকারের এজেন্ডা পূরণ করার জন্য ব্যবহার করা হচ্ছে। তাদের আরও বক্তব্য়, মণিপুর নিয়ে আলোচনার জন্য তারা সময় চেয়েছিল। ভোটার কার্ডে এপিক নম্বর নিয়ে আলোচনার দাবি জানিয়েছিল। কিন্তু, তাদের দাবি মানা হয়নি বলে অভিযোগ করে। BAC বৈঠক থেকে ওয়াক আউট করে বিরোধীরা। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “যদি এইভাবে চলতে থাকে, আমরা ভবিষ্যতে BAC বৈঠকে যাব কি না, আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”

এদিকে, তিনদিনের মধ্যে লোকসভা ও রাজ্যসভায় ওয়াকফ বিল পাশ করাতে তৎপর হয়েছে কেন্দ্র। তার জন্য প্রয়োজনে সংসদের বাজেট অধিবেশনের মেয়াদও বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু। ওয়াকিবহাল মহল বলছে, ওয়াকফ বিল নিয়ে উত্তপ্ত হতে পারে লোকসভা ও রাজ্যসভা। এনডিএ-তে বিজেপির শরিক দলগুলি এই বিলকে সমর্থন জানাবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।