AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Maharshtra: ‘মহারাষ্ট্রে এত গরমের মধ্যে ঠান্ডা যুদ্ধ…’, হঠাৎ কেন বললেন একনাথ?

Maharshtra: গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছে, মহারাষ্ট্রে শাসক জোটে ফাটল ধরেছে। দেবেন্দ্র ফড়ণবীস, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলেও জল্পনা ছড়ায়। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিলেন একনাথ শিন্ডে।

Maharshtra: 'মহারাষ্ট্রে এত গরমের মধ্যে ঠান্ডা যুদ্ধ...', হঠাৎ কেন বললেন একনাথ?
ফাইল ফোটো
| Updated on: Mar 02, 2025 | 10:15 PM
Share

মুম্বই: ২০০-র বেশি আসন নিয়ে সরকার গড়েছে তারা। তবে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বেশ কয়েকদিন টানাপোড়েন চলেছিল। মহারাষ্ট্রে মহাযুতি জোটে কি ফের টানাপোড়েন শুরু হয়েছে? শুরু হয়েছে জল্পনা। আর সেই জল্পনা নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। জানিয়ে দিলেন, তাঁদের জোট ভাঙছে না।

বিজেপি, শিবসেনা এবং এনসিপি জোট করে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে লড়েছিল। ২০০-র বেশি আসনও পায়। কিন্তু, মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে বেশ কিছুদিন টানাপোড়েন চলেছিল। কারণ, সেইসময় বিদায়ী মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে পদ ছাড়তে রাজি ছিলেন না বলে জল্পনা ছড়ায়। শেষপর্যন্ত তিনি জানান, নরেন্দ্র মোদী ও অমিত শাহ যা সিদ্ধান্ত নেবেন, তিনি মেনে নেবেন। কয়েকদিনের টানাপোড়েন শেষে মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফড়ণবীস।

গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছে, মহারাষ্ট্রে শাসক জোটে ফাটল ধরেছে। দেবেন্দ্র ফড়ণবীস, অজিত পাওয়ার এবং একনাথ শিন্ডের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়েছে বলেও জল্পনা ছড়ায়। এদিন সেই জল্পনায় জল ঢেলে দিলেন একনাথ শিন্ডে।

কয়েকটি মিডিয়া রিপোর্টে বলা হয়েছিল, ফড়ণবীসের ডাকা বৈঠকে হাজির হননি একনাথ শিন্ডে। এই নিয়ে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বলেন, “আপনারা যতই ব্রেকিং নিউজ করুন, আমাদের জোট ভাঙবে না। ঠান্ডা যুদ্ধ কী? এরকম কিছু নেই।” এরপরই মজার ছলে তিনি বলেন, মহারাষ্ট্রে এত গরমের মধ্যে ঠান্ডা লড়াই সম্ভব?