‘নবরাত্রির জন্য একেবারে তৈরি’, WHO প্রধান ‘তুলসি ভাই’ তেদ্রোসকে ভারতে স্বাগত জানালেন মোদী
WHO chief plays Dandiya: ভারতে এলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস ঘেব্রেইসাস অ্যাধানাম। 'তুলসি ভাই' বলে সম্বোধন করে তাঁকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পিছনে আছে একটি কাহিনি।
আহমেদাবাদ: গুজরাটের গান্ধীনগরে বসছে জি২০ দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠক। এই বৈঠকের পাশাপাশি হবে ‘মেডিসিন গ্লোবাল সামিট’। দুই দিনের এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে, বুধবার (১৬ অগস্ট) সকালে ভারতে এসেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস ঘেব্রেইসাস অ্যাধানাম। ‘তুলসি ভাই’ বলে সম্বোধন করে তাঁকে ভারতে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সোশ্যাল মিডিয়ায়, হু প্রধানের ভারতে পা রাখার একটি ভিডিয়ো ক্লিপ শেয়ার করে প্রধানমন্ত্রী মোদী লেখেন, “স্পষ্টতই আমার ভাল বন্ধু তুলসী ভাই নবরাত্রির জন্য প্রস্তুত।” প্রসঙ্গত, গুজরাটের ঐতিহ্যবাহী ডান্ডি নাচের মাধ্যমে হু প্রধান-সহ বাকি অতিথিদের স্বাগত জানানো হয়। এই সময় তেদ্রোস ঘেব্রেইসাস অ্যাধানামকে দেখা যায়, শিল্পীদের হাত থেকে লাঠি হাতে নিয়ে ডান্ডিয়া নাচে সামিল হতে। ডান্ডিয়া নাচে তাঁর এই আগ্রহ দেখেই প্রধানমন্ত্রী ওই মন্তব্য করেন।
‘তুলসি-ভাই’ নামটা অবশ্য নতুন নয়। গত বছর, হু প্রধান যখন ভারতে এসেছিলেন, সেই সময় প্রধানমন্ত্রী মোদীই তাঁকে এই বিশেষ নামটি দিয়েছিলেন। এর পিছনে একটি কাহিনি রয়েছে। সেই সময় এক অনুষ্ঠানে ডক্টর ঘেব্রেয়েসাসের সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। হু প্রধান তাঁর বক্তৃতার শুরুতে কয়েকটি বাক্য গুজরাটি ভাষাতে বলেছিলেন। এরপর, বক্তৃতা দিতে উঠে নরেন্দ্র মোদী জানান, হু প্রধান একটি গুজরাটি নাম চেয়েছেন। মোদী বলেন, “ডা. ঘেব্রেইসাস আমাকে বলেছেন যে তিনি খাঁটি গুজরাটি হয়ে গিয়েছেন। তাই তাঁর একটা গুজরাটি নাম চাই। তাঁকে একটা গুজরাটি নাম দেওয়ার কথা, তিনি মঞ্চে আমায় আরও একবার মনে করিয়ে দিয়েছেন। আমি তার জন্য একটি নাম ঠিক করেছি। মহাত্মা গান্ধীর এই পবিত্র ভূমিতে, একজন গুজরাটি হিসাবে, আমি আমার সেরা বন্ধুকে ‘তুলসীভাই’ বলে ডাকব।” গত বছরের এই ঘটনার প্রসঙ্গ টেনেই তিনি এই টুইট করেন।
A warm welcome to the WHO Director-General, @DrTedros, also known as Tulsi Bhai, the endearing name conferred upon him by the Hon’ble Prime Minister Shri @narendramodi. And swagatam, esteemed delegates to the historic #WHOGlobalSummitOnTM#TM4GlobalHealth #WHOGCTM
(1/2) pic.twitter.com/twIjKE9Tnn
— Ministry of Ayush (@moayush) August 16, 2023
এদিকে, এদিন গান্ধীনগরের আদরাজ মতি নামে এক গ্রামের স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন ডা. ঘেব্রেইসাস। সেখানে তাঁকে তুলসি ভাই নাম নিয়ে প্রশ্ন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, “তুলসি ভাই নামটি আমার খুব পছন্দের। কারণ তুলসি একটি ঔষধি গাছ। আমি সবে মাত্র এখানকার ওয়েলনেস সেন্টারে একটি তুলসি চাড়া রোপণ করেছি। এই কর্মসূচিতে অংশ নিতে পেরে আমি খুবই খুশি। কারণ তুলসির অনেক গুণ রয়েছে। আয়ুষ্মান ভারত প্রকল্প, সর্বদাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমর্থন পেয়েছে। আমাদের মতে, প্রচিটি দেশের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আরও বেশি করে বিনিয়োগ করা উচিত। ভারত সেই কাজ করছে। এখানে আসতে পেরে আমি আনন্দ পেয়েছি। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে ভারত।”