Shubhanshu Shukla: ১৬ বছর ধরে উড়িয়েছেন সুখোই-মিগ, এবার পাড়ি মহাকাশে, কে এই শুভাংশু শুক্লা?
Shubhanshu Shukla: মঙ্গলবার Axiom-4 মিশন লঞ্চ করার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা স্থগিত হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে বুধবার বিকেলে মহাকাশ পাড়ি দেবে Axiom-4। আর সেই মহাকাশযানে পাইলট হিসেবে অংশ নিচ্ছেন শুভাংশু শুক্লা।

নয়া দিল্লি: চার দশক পর আবার তিনি নতুন স্বপ্ন দেখাচ্ছেন ভারতীয়দের। ভারতীয় বংশোদ্ভুত সুনীতা উইলিয়ামসের মহাকাশ অভিযান ঘিরে ভারতীয়দের উচ্ছ্বাস কিছু কম ছিল না। আর এবার ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার অভিযানের দিকে তাকিয়ে রয়েছে দেশবাসী।
মঙ্গলবার Axiom-4 মিশন লঞ্চ করার কথা থাকলেও আবহাওয়ার কারণে তা স্থগিত হয়ে গিয়েছে। সব ঠিক থাকলে বুধবার বিকেলে মহাকাশ পাড়ি দেবে Axiom-4। আর সেই মহাকাশযানে পাইলট হিসেবে অংশ নিচ্ছেন শুভাংশু শুক্লা। ইতিমধ্যেই বায়ুসেনার তরফে অভিনন্দন জানানো হয়েছে তাঁকে।
এয়ারফোর্সের অন্যতম দক্ষ অফিসার শুভাংশু শুক্লা। ভারতের ‘গগনায়ন’ মিশনের জন্য নির্বাচিত হন তিনি। চাঁদে ভারতের মানব অভিযান ‘গগনায়ন’-এর জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাঁকে। Axiom-4 মিশনের অংশ হিসেবে আগেই মহাকাশ পাড়ি দেওয়ার সুযোগ পেয়েছেন তিনি। রাকেশ শর্মার মহাকাশ অভিযানের প্রায় ৪০ বছর পর প্রথম কোনও ভারতীয় মহাকাশ পাড়ি দিচ্ছেন।
লখনউয়ের বাসিন্দা শুভাংশু শুক্লা ১৬ বছর এয়ার ফোর্সের সঙ্গে যুক্ত ছিলেন। যুদ্ধবিমানের পাইলট হিসেবে কাজ করেছেন তিনি। এয়ার ফোর্সে তাঁর কর্মজীবনে ২০০০ ঘণ্টা বিমান উড়িয়েছেন শুভাংশু শুক্লা।
শুভাংশু শুক্লার নিকনেম ‘গুঞ্জন’। তিন ভাইয়ের মধ্যে সবথেকে ছোট তিনি। পরিবারের প্রথম সদস্য হিসেবে বায়ুসেনায় যোগ দেন তিনি। বায়ুসেনা অফিসার হিসেবে সুখোই, মিগ ২১, মিগ ২৯, জাগুয়ার থেকে হক- বিভিন্ন ধরনের যুদ্ধবিমান উড়িয়েছেন তিনি। গত আট মাস ধরে নাসায় একটানা ট্রেনিং নিয়েছেন তিনি। প্রথম ভারতীয় হিসেবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পা রাখবেন তিনি।
