Lalit Modi: মায়ের সঙ্গে তীব্র বিবাদ, তৈরি করেছেন ‘Modicare’! ধর্ষণ-কাণ্ডে ধৃত ললিতের এই ভাইকে চেনেন?
Lalit Modi Brother Samir Modi Arrested: পুলিশি সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছিল দিল্লির নিউ ফ্রেন্ড কলোনি থানা। সেই ভিত্তিতে বৃহস্পতিবার ইউরোপ ভ্রমণ সেরে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত এক দিনের হেফাজতে পাঠানো হয়েছে সমীরকে। ললিতের অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে ৩৭৬ ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

নয়াদিল্লি: দাদা আর্থিক কেলেঙ্কারির দায়ে দেশছাড়া। কিন্তু ভাই এখনও দেশেই রয়ে গিয়েছেন। আর শুধুই রয়ে গিয়েছেন নয়, রীতিমতো ব্যবসা চালাচ্ছেন তিনি। বৃহস্পতিবার দিল্লি বিমানবন্দর (Delhi Airport) থেকে ললিত মোদীর (Lalit Modi) ভাই সমীর মোদীকে (Samir Modi) গ্রেফতার করল পুলিশ। ২০১৯ সালের একটি ধর্ষণের মামলায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশি সূত্রে জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করেছিল দিল্লির নিউ ফ্রেন্ড কলোনি থানা। সেই ভিত্তিতে বৃহস্পতিবার ইউরোপ ভ্রমণ সেরে দেশে ফিরতেই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় তাঁকে। আপাতত এক দিনের হেফাজতে পাঠানো হয়েছে সমীরকে। ললিতের অভিযুক্ত ভাইয়ের বিরুদ্ধে ৩৭৬ ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।
কে এই সমীর মোদী?
ললিত মোদীর আলাদা করে কোনও পরিচয় প্রয়োজন হয় না। হাজার হাজার কোটি টাকা জালিয়াতি করে দেশছাড়া সে। বিদেশ বিভুঁইয়েই জনসাধারণের টাকায় রয়েছেন ‘নিশ্চিন্তে’, দাবি একাংশের। তবে সমীর মোদী দাদার পথে পথিক হননি। দাদা যখন দেশছাড়া, সেই সময় দেশের অন্দরেই নিজের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি।
ছেলেবেলায় দেরাদুনের দ্য দুন স্কুলে পড়াশোনা। পরবর্তীতে দিল্লির হিন্দু কলেজ হয়ে বিদেশে হার্ভাড বিজ়নেস স্কুলে পড়তে যাওয়া। সমীর মোদীর জীবনের শুরুটা আর পাঁচজনের মতো মোটেই নয়। পড়াশোনা শেষে ১৯৯২ সালে আমেরিকায় ফিলিপ মোরিসে ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কাজে ঢোকা। তারপর সেই পদে অভিজ্ঞতা জুগিয়ে দেশে ফিরে ঠাকুরদা তৈরি মোদী এন্টারপ্রাইসে যোগদান।
অবশেষে ১৯৯৬ সালে মোদীকেয়ার (Modicare) নামে একটি নেটওয়ার্ক মার্কেটিংয়ের ব্যবসা খোলেন তিনি। যা শুরু হয় মাত্র ১২টি প্রোডাক্ট ও ৩০০ জন ডিস্ট্রিবিউটর দিয়ে। তবে বর্তমানে সেই সংস্থার মোট মূল ধন ৫০০ কোটি টাকারও অধিক। অবশ্য়, জনমানসে সমীর মোদীর পরিচয় যে শুধু তাঁর ব্যবসার মধ্য়ে দিয়েই রয়েছে, এমনটা নয়। তাঁর মা বীনা মোদীর সঙ্গে চলা বিবাদ এসেছে খবরের পাতায়। চলেছে মামলাও। সমীর মোদীর অভিযোগ, তাঁর মা তাঁকে বাবার নামে তৈরি কেকে মোদী ট্রাস্টের সিদ্ধান্তে অংশগ্রহণে বাধা দিয়ে থাকেন। এমনকি, এই বিবাদ এতটাই তুঙ্গে উঠেছিল যে মায়ের থেকে ‘বাঁচতে’ পুলিশি সুরক্ষা চেয়েছিলেন তিনি।
