AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

C P Radhakrishnan: রাধাকৃষ্ণন কি জিতবেন? অঙ্কটা জানুন

C P Radhakrishnan: গতবছরই ওই বিজেপি শাসিত রাজ্যের দায়িত্ব পান তিনি। মাসকয়েকের মধ্যেই এবার 'প্রোমোশনের' সুপারিশ করে দিল শীর্ষ নেতৃত্ব।

C P Radhakrishnan: রাধাকৃষ্ণন কি জিতবেন? অঙ্কটা জানুন
প্রতীকী ছবিImage Credit: Tv9 Graphics
| Updated on: Aug 24, 2025 | 8:14 PM
Share

নয়াদিল্লি: তিনি তামিলনাড়ুর ভূমিপুত্র। দক্ষিণের রাজনীতি তাঁর হাতের মুঠোয়। ওবিসি সমাজের প্রতিনিধি। যে ওবিসি নিয়ে সরব হয়েছেন রাহুলও। নিজেই স্বীকার করেছে, তাদের স্বার্থরক্ষার প্রয়োজন ছিল। যতটা হয়েছে, তা যথেষ্ট নয়। আর সেই আবহেই ‘মাস্টারস্ট্রোক’ মোদীর। উপরাষ্ট্রপতির দৌড়ে এনডিএ-র সুপারিশ সিপি রাধাকৃষ্ণন। এটা কোনও সাধারণ নির্বাচন নয়, একেবারে ‘অভিজাত-নির্বাচন’, কিন্তু তাতে তাঁর জয়ের নিশ্চয়তা কতটা? মোদীর মাস্টারস্ট্রোক সাফল্য পাবে নাকি ব্যর্থতা? সেই অঙ্কটাই না হয় কষা যাক। রাধাকৃষ্ণনের ‘প্রোমোশন’ রবিবার সন্ধ্যায় বৈঠকে বসল এনডিএ শাসকজোটের। ধনখড়ের উত্তরসূরির দৌড়ে কাকে সুপারিশ করা যায়, সেটাই ছিল এই বৈঠকের আলোচ্য বিষয়। গত ২১ জুলাই সংসদের বাদল অধিবেশনের একেবারে প্রথম দিনে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইস্তফা দেন তৎকালীন উপরাষ্ট্রপতি...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন