Supreme Court: এক ঘণ্টার রাস্তা ১২ ঘণ্টা লাগে, কোন মুখে টোল ট্যাক্স নেন? NHAI-কে সুপ্রিম ‘ধমক’
Supreme Court: রাস্তার বেহাল দশা। তীব্র যানজট। ৬৫ কিমি জাতীয় সড়ক পেরতেই লাগে ১২ ঘণ্টা। তারপরও কেন টোল ট্যাক্স দিতে হবে, এই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।

নয়াদিল্লি: রাস্তায় বেরলে যানজটে পড়তেই হবে। এটাই ভবিতব্য হিসেবে মেনে নিয়েছেন সাধারণ মানুষ। তাই, গন্তব্যে পৌঁছতে হাতে সময় নিয়েই বেরোন সবাই। গাড়িতে করে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় টোল ট্যাক্সও দিতে হয়। কিন্তু, যানজটে যদি ১২ ঘণ্টা থাকতে হয়, তাহলে মানুষ কেন টোল ট্যাক্স দেবেন? এই প্রশ্ন এবার করল সুপ্রিম কোর্ট। কেরল হাইকোর্টের একটি রায়কে চ্যালেঞ্জ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অব ইন্ডিয়ার (NHAI) করা মামলায় সুপ্রিম কোর্ট প্রশ্ন করল, কেরলের ত্রিশূরে ৬৫ কিমি হাইওয়ে যেতে যদি ১২ ঘণ্টা লাগে তাহলে কেন যাত্রীদের কাছ থেকে ১৫০ টাকা টোল ট্যাক্স নেওয়া হবে?
একটি মামলার পরিপেক্ষিতে ত্রিশূর জেলার পালিয়েক্কারা টোল বুথে ৪ সপ্তাহের জন্য টোল ট্যাক্স সংগ্রহ বন্ধ রাখার নির্দেশ দেয় কেরল হাইকোর্ট। ৫৪৪ নম্বর জাতীয় সড়কের এড়াপ্লল্লি থেকে মন্নুথি পর্যন্ত রাস্তার বেহাল দশা এবং যানজট নিয়ে প্রশ্ন উঠেছিল। তার পরিপ্রেক্ষিতেই একটি মামলায় গত ৬ অগস্ট এই রায় দেয় কেরল হাইকোর্ট।
কেরল হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় NHAI। প্রধান বিচারপতি বি আর গভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি আনজারিয়ার বেঞ্চে মামলার শুনানি হয়। গতকাল শুনানির সময় আইনজীবীরা বলেন, সপ্তাহান্তে ৬৫ কিমি ওই রাস্তা পেরতে ট্র্যাফিক জ্যামে প্রায় ১২ ঘণ্টা আটকে থাকতে হয়।
শুনানির সময় প্রধান বিচারপতি বলেন, “যে রাস্তা পেরোতে এক ঘণ্টার মতো লাগার কথা, সেটা যেতে আরও ১১ ঘণ্টা বেশি লাগছে। এবং যাত্রীদের টোলও দিতে হবে। রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে ১২ ঘণ্টা লাগে, তাহলে কেন একজন ব্যক্তি ১৫০ টাকা টোল ট্যাক্স দেবেন?”
NHAI-র হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি যুক্তি দেন, একটি লরি উল্টে যাওয়ায় যানজট হয়েছিল। এই ঘটনাকে তিনি ‘অ্যাক্ট অব গড’ বলে উল্লেখ করেন। তাঁর সঙ্গে সহমত না হয়ে বিচারপতি চন্দ্রন বলেন, “ওই দুর্ঘটনা মোটেই অ্যাক্ট অব গড নয়, গর্তে লরি পড়ে যাওয়ায় ঘটনাটি ঘটে।” গতকাল কোনও রায় দেয়নি সুপ্রিম কোর্ট। মামলার রায় সংরক্ষিত রেখেছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।

