AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Centre-State Meeting: লোকসভার আগেই মিলবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা? আজ কেন্দ্র-রাজ্যের বৈঠক

100 Days Work: ১০০ দিনের কাজে বকেয়া বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, দীর্ঘদিনের অভিযোগ রাজ্যের। গত ডিসেম্বর মাসেই বকেয়া বরাদ্দের দাবি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে। আজ আবার বৈঠক হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের। 

Centre-State Meeting: লোকসভার আগেই মিলবে ১০০ দিনের কাজের বকেয়া টাকা? আজ কেন্দ্র-রাজ্যের বৈঠক
১০০ দিনের বকেয়া টাকা পাবে রাজ্য?Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Feb 21, 2024 | 10:59 AM
Share

নয়া দিল্লি: ১০০ দিনের বরাদ্দের বকেয়া টাকা কি পাবে রাজ্য? সুরাহা হতে পারে আজ। বুধবার ১০০ দিনের কাজ সহ রাজ্যের বকেয়া টাকা নিয়ে আজ আলোচনায় বসতে চলেছে কেন্দ্র ও রাজ্য। লোকসভা নির্বাচনের আগে বকেয়া বরাদ্দ নিয়ে কেন্দ্র-রাজ্যের জট কাটবে কি না, তার দিকে নজর সকলের।

১০০ দিনের কাজে বকেয়া বরাদ্দ দিচ্ছে না কেন্দ্র, দীর্ঘদিনের অভিযোগ রাজ্যের। গত ডিসেম্বর মাসেই বকেয়া বরাদ্দের দাবি নিয়ে মুখোমুখি আলোচনায় বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানুয়ারি মাসে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে। আজ আবার বৈঠক হতে চলেছে কেন্দ্র ও রাজ্য সরকারের।

সূত্রের খবর, রাজ্যের সচিব পর্যায়ের কয়েকজন আধিকারিকরা এই বৈঠকে যোগ দেবেন।

প্রসঙ্গত, সম্প্রতিই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা মিটিয়ে দেবে রাজ্য সরকার।  ২৪ লক্ষ ৫০ হাজার শ্রমিককে ১০০ দিনের কাজের টাকা দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই রাজ্য সরকার বকেয়া টাকা মিটিয়ে দেওয়া শুরু করবে। টাকা বন্টনে যাতে কোনও বেনিয়ম না হয়, তার জন্য ৮ সদস্যের এক নজরদারি কমিটিও গঠন করা হয়েছে।

গত ২০ ডিসেম্বর সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল যে কেন্দ্রীয় বকেয়া নিয়ে আধিকারিক স্তরে আলোচনা হবে। এরপরই গত ২৩ জানুয়ারি কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরে প্রথম বৈঠক হয়। যদিও সেই বৈঠকে কোনও ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কেন্দ্র রাজ্য কোনও পক্ষই।