নয়া দিল্লি: কে হবেন বাংলার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি? সিদ্ধান্ত হতে পারে আজই। পশ্চিমবঙ্গের নির্বাচনী ফলাফল পর্যালোচনা করতে আজ প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছে কংগ্রেস হাইকম্যান্ড।
রাহুল গান্ধীর বাড়িতেই এই বৈঠক বসবে বলে জানা গিয়েছে। উপস্থিত থাকবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। পশ্চিমবঙ্গের সভাপতি পরিবর্তন নিয়ে কোনও আলোচনা হয় কি না মূল নজর সেদিকেই।
আজ, সোমবারই দিল্লিতে বৈঠক বসবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের কংগ্রেস নেতারা। থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। এই বৈঠকে নতুন সভাপতি বাছাই করা হতে পারে, যেহেতু লোকসভা নির্বাচনে হারের পরই রাজ্যের প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন।
জানা গিয়েছে, আজকের বৈঠকে অধীর চৌধুরী ছাড়াও প্রদীপ ভট্টাচার্য, দীপা দাশমুন্সী, অমিতাভ চক্রবর্তী, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী ও ইশা খান চৌধুরী। আব্দুল মান্নানকেও আসার আমন্ত্রণ জানানো হলেও, শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই জানিয়েছেন।