International Yoga Day 2024: বিশ্ব যোগ দিবসে ডাল লেকের ধারে যোগাসন প্রধানমন্ত্রী মোদীর, সামিল নেতা-মন্ত্রীরাও
International Yoga Day 2024: আজ শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শ্রীনগর: আজ আন্তর্জাতিক যোগ দিবস। যোগাসনকে বিশ্বের আঙিনায় পৌঁছে দিয়েছে ভারতই। আর এর একটা বড় কৃতিত্বই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তাঁর প্রস্তাবনা গ্রহণ করেই ২০১৪ সালে রাষ্ট্রপুঞ্জের তরফে যোগাসনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে, এমনকী, রাষ্ট্রপুঞ্জের সদর দফতরেও যোগ দিবসে যোগাসন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছর তিনি জম্মু-কাশ্মীরের শ্রীনগরে, ডাল লেকের তীরে আন্তর্জাতিক যোগ দিবস পালন করবেন।
- আজ শ্রীনগরে ডাল লেকের ধারে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের পর এটাই তাঁর প্রথম উপত্যকা সফর। বৃহস্পতিবারই তিনি জম্মু-কাশ্মীরে পৌঁছে যান।
- এ বছরের যোগ দিবসের থিম “স্বাস্থ্য ও সমাজের জন্য যোগ”।
- আজকের এই যোগ দিবসের অনুষ্ঠানে শ্রীনগরে প্রায় ৭০০০ মানুষ অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে।
- সকালে যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর জাতির উদ্দেশেও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী।
- প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স মাধ্যমেও একটি ভিডিয়োবার্তা দিয়েছেন যেখানে যোগাসনের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হয়েছে।
- প্রধানমন্ত্রী ছাড়াও অন্যান্য নেতা-মন্ত্রীরাও আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনে অংশ নিয়েছেন।
- হরিদ্বারের যোগপীঠে যোগাসন অভ্যাস করেন রামদেব। সেখানে উপস্থিত রয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
- আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন হবু সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীও।
- বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
#WATCH | EAM Dr S Jaishankar and other diplomats perform Yoga in Delhi, on the International Day of Yoga. pic.twitter.com/MSbucUs40x
— ANI (@ANI) June 21, 2024
- কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য, ভূপেন্দ্র যাদব, নিতিন গড়করীকেও যোগ দিবসের অনুষ্ঠানে সামিল হতে দেখা যায়।