Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lakshadweep Permit: চাইলেই যেতে পারবেন না লাক্ষাদ্বীপ, কীভাবে পারমিট পাবেন জানুন…

Lakshadweep Tourism: দেশের অংশ হলেও, লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ পারমিটের। এই তথ্য সম্পর্কে অনেকেই জানেন না। তবে চিন্তা নেই, লাক্ষাদ্বীপের পারমিটের আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এই পারমিটের আবেদন করতে পারেন।  

Lakshadweep Permit: চাইলেই যেতে পারবেন না লাক্ষাদ্বীপ, কীভাবে পারমিট পাবেন জানুন...
লাক্ষাদ্বীপের অপরুপ সৌন্দর্য্য স্বচক্ষে দেখে আসুন।Image Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 12, 2024 | 6:00 AM

লাক্ষাদ্বীপ: সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘বয়কট মলদ্বীপ’। ভারতের সঙ্গে মলদ্বীপের কূটনৈতিক টানাপোড়েন শুরু হতেই  পড়শি দেশে ভ্রমণের পরিকল্পনা বাতিল করছেন অনেকে। এখনও অবধি ১৪ হাজারেরও বেশি টিকিট ক্যানসেল হয়েছে মলদ্বীপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচারের পরই  সবাই এখন ছুটছেন লাক্ষাদ্বীপে। গুগল জুড়ে ট্রেন্ডিং লাক্ষাদ্বীপ। বিগত ২০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে লাক্ষাদ্বীপ নিয়ে সার্চে। তবে “উঠল বাই কটক যাই”-র মতোই কিন্তু ইচ্ছে হলে লাক্ষাদ্বীপে চলে যেতে পারবেন না। লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্রয়োজন বিশেষ পারমিটের। কীভাবে পাবেন এই পারমিট, জানেন?

দেশের অংশ হলেও, লাক্ষাদ্বীপ যাওয়ার জন্য প্রয়োজন হয় বিশেষ পারমিটের। এই তথ্য সম্পর্কে অনেকেই জানেন না। তবে চিন্তা নেই, লাক্ষাদ্বীপের পারমিটের আবেদন করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, বাড়িতে বসেই এই পারমিটের আবেদন করতে পারেন।

কীভাবে আবেদন করবেন?

  • প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন লাক্ষাদ্বীপ পারমিট।
  • এবার দ্বিতীয় যে লিঙ্কটি আসবে, সেটিতে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার আগে অবশ্যই দেখে নেবেন যে সেটি সরকারি ওয়েবসাইট কিনা। সরকারি ওয়েবসাইটের ইউআরএলে gov.in – এই শব্দটি লেখা থাকে।
  • এবার ePermit- এ ক্লিক করলে সাইন ইন অপশন আসবে ওয়েবসাইটের ডান দিকে। সেখানে সাইন ইন করুন বা নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  • অ্যাকাউন্ট তৈরি করার পর সাইন ইন করে পারমিটে ক্লিক করুন। আপনি কবে যেতে চান, সেই তারিখ বাছাই করুন।
  • এরপরে প্রয়োজনীয় নথি আপলোড করুন।

প্রসঙ্গত, লাক্ষাদ্বীপে মোট ৩৬টি দ্বীপ রয়েছে, কিন্তু এর মধ্যে কয়েকটি দ্বীপেই পর্যটকদের যাওয়ার অনুমতি রয়েছে।

পারমিট ফি-

লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য ২০০ টাকা পারমিট ফি জমা দিতে হবে। ৫ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ৫০ টাকা এবং ১২ থেকে ১৮ বছর বয়সীদের ক্ষেত্রে ১০০ টাকা পারমিট ফি জমা দিতে হবে।