AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kasba Murder case: ডেটিং অ্যাপে পরিচয়, হোটেলের রুমে অব্যহৃত কন্ডোম, কসবায় যুবক ‘খুনে’ ধৃত ২ সঙ্গী

Youth dead body found in hotel: জেরায় ধৃতরা দাবি করেন, আদর্শ মেঝেতে পড়ে যাওয়ার পর তাঁর নাক থেকে রক্ত বেরোতে দেখে তাঁরা হোটেল থেকে বেরিয়ে যান। পা বাঁধার কারণ হিসেবে ধৃতদের দাবি, আদর্শ যাতে উঠে গিয়ে আবার তাঁদের মারধর করতে না পারেন, সেজন্য পা বেঁধে দিয়েছিলেন। ধৃতদের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

Kasba Murder case: ডেটিং অ্যাপে পরিচয়, হোটেলের রুমে অব্যহৃত কন্ডোম, কসবায় যুবক 'খুনে' ধৃত ২ সঙ্গী
কসবার হোটেলে যুবককে খুনের অভিযোগে ধৃত ২Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2025 | 8:49 PM
Share

কসবা: কসবার হোটেলে যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে সাফল্য কলকাতা পুলিশের। গ্রেফতার করা হল মৃত আদর্শ লোসাল্কার দুই সঙ্গীকে। ধৃতদের নাম ধ্রুব মিত্র ও কমল সাহা। এদিকে, মৃতদেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে পুলিশ জানতে পেরেছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে আদর্শকে।

গতকাল কসবার ওই হোটেল থেকে আদর্শের মৃতদেহ উদ্ধার হয়। তাঁর বাড়ি বীরভূমের দুবরাজপুরে। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ওই যুবক কর্মসূত্রে কলকাতায় থাকতেন। শুক্রবার কসবার ওই হোটেলে আদর্শের সঙ্গে এক তরুণী ও এক যুবক ঘর ভাড়া নেন। শনিবার ভোরে তাঁরা হোটেল ছেড়ে চলে যান। পুলিশ জানিয়েছে, ধৃত কমল ও ধ্রুবই ওই তরুণী ও যুবক। তাঁরাই আদর্শের সঙ্গে হোটেলে উঠেছিলেন। ডেটিং অ্যাপের মাধ্য়মে আদর্শের সঙ্গে তাঁদের পরিচয় হয়েছিল।

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নিজের মোবাইল থেকে অ্যাপের মাধ্য়মে ওই হোটেলের চারতলার দুটি রুম বুক করেন আদর্শ। প্রথমে আদর্শ নিজের রুমে একা ঢোকেন। অন্য রুমে তাঁর পুরুষ ও মহিলা সঙ্গী চেক ইন করেন। পরে আদর্শের রুমে যান তরুণী। অপর যুবক কিছু সময় পর সেই রুমে যান। পুলিশ সূত্রে খবর, টাকা নিয়ে আদর্শের বচসা শুরু হয় ধৃত তরুণীর। তারপর পাশের ঘর থেকে পুরুষ সঙ্গীকে আদর্শের ঘরে ডাকেন কমল। তারপর তিনজনের মধ্যে হাতাহাতি হয়।

দেহ উদ্ধারের সময় আদর্শের পা বাঁধা ছিল। জেরায় ধৃতরা দাবি করেন, আদর্শ মেঝেতে পড়ে যাওয়ার পর তাঁর নাক থেকে রক্ত বেরোতে দেখে তাঁরা হোটেল থেকে বেরিয়ে যান। পা বাঁধার কারণ হিসেবে ধৃতদের দাবি, আদর্শ যাতে উঠে গিয়ে আবার তাঁদের মারধর করতে না পারেন, সেজন্য পা বেঁধে দিয়েছিলেন। ধৃতদের দাবি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, হোটেলে আদর্শের রুম থেকে অব্যবহৃত কন্ডোম উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট জানা গিয়েছে, শ্বাসরোধ করে খুন করা হয়েছে তাঁকে।আদর্শ যে মদ্যপান করেছিলেন, ময়নাতদন্তের রিপোর্টে তাও উল্লেখ রয়েছে।