21 July 2022: শহিদ স্মরণে এবার এলাহি আয়োজন, মেনুতে ডিমভাত, ডাল, আলু সেদ্ধ, পটলের তরকারি
21 July 2022: কোভিডবিধি মেনে সকলের জন্য মাস্কবিলি করা হবে। রাখা হবে অ্যাম্বুলেন্সও। আর খাবারের মেনুতে থাকছে তৃণমূলের ট্রেডমার্ক ডিমভাত। আরও থাকছে আলু পটল দিয়ে তরকারি, ডাল এবং আলু সেদ্ধ।
কলকাতা: বাইশের একুশে সমাবেশ, ২ বছরের সাময়িক ‘বিরতির’ পর ভিক্টোরিয়া হাউসের সামনে ফের জনসমুদ্র নিয়ে ফিরতে চলেছে তৃণমূল। ২০১৯, সেটাই ছিল শেষবার। লোকসভা ভোটের আগে ২১ জুলাইয়ের মেগা সমাবেশের পর ২০২০, ২০২১ আয়োজনে সাময়িক ইতি টানতে বাধ্য হয়েছিল রাজ্যের শাসক দল। কারণ ছিল কোভিড! পরপর ২ বছরই ভার্চুয়াল সভা করে রীতি অটুট রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোভিড দুর্বল হতেই ফের সেই সমাবেশের আয়োজনে তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পর বাড়তি দায়িত্ব নিয়ে ঝাঁপিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে কলকাতায় জনবিস্ফোরণের প্রস্তুতিতে ঘাসফুল শিবির।
গীতাঞ্জলি স্টেডিয়াম, বিধাননগর, করুণাময়ী থেকে শিয়ালদহ, হাওড়া সহ আরও একাধিক জায়গায়, সমাবেশমুখী সব রাস্তাতেই ইতিমধ্যেই ছোটবড় তাঁবু খাটিয়ে জেলার কর্মী, সমর্থকদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। আয়োজনে রয়েছেন বিধায়ক, নেতা, মন্ত্রী থেকে কাউন্সিলররা। কী কী থাকছে এবারের ২১ জুলাইয়ের আয়োজনে? সুশান্ত ঘোষ TV9 বাংলাকে জানিয়েছেন, কোভিডবিধি মেনে সকলের জন্য মাস্কবিলি করা হবে। রাখা হবে অ্যাম্বুলেন্সও। আর খাবারের মেনুতে থাকছে তৃণমূলের ট্রেডমার্ক ডিমভাত। আরও থাকছে আলু পটল দিয়ে তরকারি, ডাল এবং আলু সেদ্ধ।