Calcutta High Court: এবার ‘রঞ্জন’কে আদালতে ডেকে পাঠালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
Calcutta High Court: প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এর আগেই 'রঞ্জন'-এর কথা আদালতে জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়োতেই প্রথম উঠে এসেছিল 'রঞ্জন'-এর নাম।
কলকাতা : এবার ‘রঞ্জন’কে ডেকে পাঠানো হল আদালতে (Calcutta High Court)। প্রাইমারি বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের সম্পত্তির হিসেব সংক্রান্ত মামলায় এবার নজর ‘রঞ্জনে’র দিকে। চন্দন মণ্ডল ওরফে ‘রঞ্জন’কে আগামী শুক্রবার কলকাতা হাইকোর্টে আসার নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ। এর পাশাপাশি সিস্টার এমিলিয়া বাদে কমিটির বাকি দুই সদস্যকেও ওই দিন আদালতে আসার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এর আগেই ‘রঞ্জন’-এর কথা আদালতে জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিবিআইয়ের প্রাক্তন কর্তা উপেন বিশ্বাস। সোশ্যাল মিডিয়ায় তাঁর ভিডিয়োতেই প্রথম উঠে এসেছিল ‘রঞ্জন’-এর নাম। পরে উপেন বিশ্বাস তাঁর ভিডিয়ো-খ্যাত ‘রঞ্জন’-এর আসল পরিচয়ও কলকাতা হাইকোর্টকে জানিয়েছিলেন। বলেছিলেন, ওই ‘রঞ্জন’ আসলে চন্দন মণ্ডল।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছেন শুক্রবার সরাসরি আদালতে আসতে হবে ‘রঞ্জন’ বা চন্দন মণ্ডলকে। এর পাশাপাশি কমিটির অন্যতম সদস্য সিস্টার এমিলিয়ার বর্তমানে বয়স ৮৫ বছর। তাই তাঁকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি। আপাতত তিনি আদালতে হলফনামা জমা দিলেই হবে। তবে কমিটির বাকি দুই সদস্য পঞ্চানন রায় এবং দেবজ্যোতি ঘোষকে শুক্রবার আদালতে হাজিরা দিতে হবে বলে জানিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
উল্লেখ্য, সম্প্রতি প্রাক্তন গোয়েন্দা কর্তা উপেন বিশ্বাসের এক ভিডিয়োয় উঠে এসেছিল ‘রঞ্জনে’র নাম। তিনি ছিলেন সিবিআই-এর প্রাক্তন অ্যাডিশনাল ডিরেক্টর। পরবর্তী সময়ে তিনি মমতার সরকারের মন্ত্রীও ছিলেন। সোশ্যাল মিডিয়ায় তিনি ‘রঞ্জন’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ তুলেছিলেন। ওই ভিডিয়োয় অবশ্য তিনি ‘রঞ্জন’কে সৎ হিসেবেই ব্যাখ্যা করেছিলেন। কারণ, উপেন বিশ্বাসের দাবি অনুযায়ী ওই রঞ্জন চাকরি দিতে না পারলে আবার টাকা ফেরতও দিয়ে দিতেন। উপেন বিশ্বাসের এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর থেকেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছিল।