AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata: পদ্মপুকুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, স্ত্রীকে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলাতেই খুন?

Extramarital affairs: বিকি মল্লিক পেশায় ডেলিভারি কর্মী ছিলেন। তাঁর দিদির অভিযোগ, বিকির স্ত্রী প্রিয়ঙ্কা মল্লিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা হত। বিবাহ বহির্ভূতে সম্পর্কে যাতে বাধা দিতে না পারেন, সেজন্য বিকিকে বেশিরভাগ সময় মদ্যপান করিয়ে রাখা হত। মৃতের দিদির অভিযোগ, "গতকাল নিশ্চয় ভাই দু'জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল। কাউকে যাতে বলতে না পারে, সেজন্য গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে।"

Kolkata: পদ্মপুকুরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, স্ত্রীকে পরপুরুষের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলাতেই খুন?
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 03, 2025 | 4:54 PM
Share

কলকাতা: স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় এক যুবককে খুনের অভিযোগ। মৃতের নাম বিকি মল্লিক (৩০)। বৃহস্পতিবার রাতে পদ্মপুকুর এলাকায় বাড়ি থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বালিগঞ্জ থানায় মৃত যুবকের স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পরিবার।

জয় ঘরামি নামে বিকিদের এক প্রতিবেশী বলেন, “বৃহস্পতিবার রাত সোয়া দশটা নাগাদ বিকি মল্লিকের স্ত্রীর আওয়াজ পাই। বিকির নাম ধরে তিনি চিৎকার করে ডেকে চলেছেন। আমি গিয়ে দেখি, বিকি মল্লিককে নিচে শোয়ানো রয়েছে। আর তাঁর স্ত্রী ও স্ত্রীর বন্ধু তাঁকে জাগানোর চেষ্টা করছেন। আমি তাঁদের সঙ্গে ধরে বিকিকে বাইরে নিয়ে আসি। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

বিকি মল্লিক পেশায় ডেলিভারি কর্মী ছিলেন। তাঁর দিদির অভিযোগ, বিকির স্ত্রী প্রিয়ঙ্কা মল্লিকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে দম্পতির মধ্যে প্রায়ই ঝামেলা হত। বিবাহ বহির্ভূতে সম্পর্কে যাতে বাধা দিতে না পারেন, সেজন্য বিকিকে বেশিরভাগ সময় মদ্যপান করিয়ে রাখা হত। মৃতের দিদির অভিযোগ, “গতকাল নিশ্চয় ভাই দু’জনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেছিল। কাউকে যাতে বলতে না পারে, সেজন্য গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। গলায় ফাঁসের স্পষ্ট দাগ দেখা গিয়েছে। আর আমার ভাইয়ের বউ বলছে, বিকি আত্মহত্যা করেছে। আত্মহত্যা করলে তো কোথায় গলায় দড়ি লাগিয়ে ঝুলতে হত। সেরকম কিছু পাওয়া যায়নি। আমাদের সন্দেহ, ভাইয়ের স্ত্রী ও তাঁর প্রেমিক মিলে খুন করেছে।”

বিকির দিদি ঝুম্পা গোস্বামী বলেন, তিনি বালিগঞ্জ থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।