Calcutta High Court: ‘পুলিশ ডাকছে’, তার আগেই আদালতে ছুটলেন যাদবপুরের ছাত্র

Shrabanti Saha | Edited By: সঞ্জয় পাইকার

Mar 10, 2025 | 2:11 PM

Calcutta High Court: গত ১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ ওঠে।

Calcutta High Court: পুলিশ ডাকছে, তার আগেই আদালতে ছুটলেন যাদবপুরের ছাত্র
কলকাতা হাইকোর্ট
Image Credit source: Getty Images

Follow Us

কলকাতা: গত ১০ দিন ধরে তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই পরিস্থিতিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে নতুন মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলা দায়ের করেন উদ্দীপন কুন্ডু নামে এক পড়ুয়া। তাঁর অভিযোগ, জিজ্ঞাসাবাদের নামে পড়ুয়াদের বারবার ডেকে পাঠাচ্ছে পুলিশ। হেনস্থার চেষ্টা করা হচ্ছে।

ছাত্র সংগঠন ‘ফেটসু’-র ছাত্রনেতা উদ্দীপন তাঁর আবেদনে জানান, জিজ্ঞাসাবাদের জন্য যাদবপুরের ছাত্রছাত্রীদের গত ৭ মার্চ ডেকে পাঠিয়েছিল পুলিশ। তাঁরা গিয়েছিলেন। অভিযোগ, সেদিন তাঁদের কাছ থেকে মোবাইল চাওয়া হয়। তাঁরা আপত্তি করেন। তারপর থেকে তাঁদের হেনস্থার চেষ্টা হচ্ছে। আজ (সোমবার) ফের তাঁদের তলব করেছে পুলিশ। হাইকোর্টে এই নিয়ে মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন উদ্দীপন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলা দায়ের করে আগামিকাল ফের মেনশন করার নির্দেশ দেন।

গত ১ মার্চ ওয়েবকুপার বার্ষিক সাধারণ সভা ঘিরে উত্তপ্ত হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে শারীরিক হেনস্থার অভিযোগ ওঠে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর গাড়ির তলায় পড়ে ইন্দ্রানুজ রায় নামে এক পড়ুয়া আহত হন বলে অভিযোগ ওঠে। অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে তপ্ত যাদবপুর।

এই খবরটিও পড়ুন

এই পরিস্থিতিতে কয়েকদিন আগে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা করেছিলেন যাদবপুরের পড়ুয়ারা। আবার যাদবপুরের অচলাবস্থা কাটানোর আবেদন জানিয়েও জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। এবার ছাত্রছাত্রীদের বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা নিয়ে মামলা হল হাইকোর্টে।

 

Next Article