West Bengal Assembly Election 2021: ভিক্ষা নয়, ভাগীদারি চাইতে এসেছি: আব্বাস

sreejayee das

|

Updated on: Mar 01, 2021 | 4:37 PM

ব্রিগেডের (Left Congress Brigade 2021) মঞ্চে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) মুখ আব্বাস উদ্দিন (Abbas Siddiqui) সিদ্দিকিকে সেই পুরনো মেজাজেই দেখা গেল। বিঁধলেন অধীরকে (Adhir Chowdhury)।

সেই পুরনো বেপরোয়া ভাব। হাত উঁচিয়ে, গলা ফাটিয়ে স্লোগান চড়ানো, চোয়াল শক্ত করে প্রতিপক্ষকে বিদ্ধ করা। ব্রিগেডের (Left Congress Brigade 2021) মঞ্চে আবারও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) মুখ আব্বাস উদ্দিন (Abbas Siddiqui) সিদ্দিকিকে সেই পুরনো মেজাজেই দেখা গেল। মঞ্চে উপস্থিত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সামনে দাঁড়িয়েই বলে গেলেন. “আমি এখানে ভাগীদারি করতে এসেছি। তোষণ করতে আসিনি।”

 

Published on: Feb 28, 2021 04:11 PM