Abhijit Gangopadhyay: কেন বিজেপিতেই আর তার পিছনে ঠিক কোন ঘটনা? খোলাখুলি সেই দিনের কথা বললেন অভিজিৎ

Abhijit Gangopadhyay: অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমি বিজেপিতে যাই, সেটা দুতরফেরই সিদ্ধান্ত। বিজেপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। আমিও এই বিষয়টা নিয়ে আগেই ভাবনাচিন্তা করেছিলাম। আমি সাত দিন ধরে ছুটিতে ছিলাম। আমি শেষ ওই সাত দিনেই চিন্তাভাবনা করেছি।"

Abhijit Gangopadhyay: কেন বিজেপিতেই আর তার পিছনে ঠিক কোন ঘটনা? খোলাখুলি সেই দিনের কথা বললেন অভিজিৎ
সাংবাদিক বৈঠকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (ফাইল ছবি) Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Mar 06, 2024 | 5:13 PM

কলকাতা: জল্পনা, শাসকদলের কটাক্ষ সত্যি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন তিনি। তিনি যে রাজনৈতিক ময়দানে পা রাখতে চলেছেন, তা নিয়ে আগেই আভাস মিলেছিল। কিন্তু কেন বিজেপিতেই যোগ?  বিজেপি-ই তাঁকে ডেকে নিয়েছেন নাকি তিনি স্বেচ্ছায় গিয়েছেন? তবে কি তিনি এবারের নির্বাচনে প্রার্থী হচ্ছেন? সব প্রশ্নের উত্তর আজ খোলামেলা দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি বিজেপিতে যাই, সেটা দুতরফেরই সিদ্ধান্ত। বিজেপির তরফ থেকে প্রস্তাব এসেছিল। আমিও এই বিষয়টা নিয়ে আগেই ভাবনাচিন্তা করেছিলাম। আমি সাত দিন ধরে ছুটিতে ছিলাম। আমি শেষ ওই সাত দিনেই চিন্তাভাবনা করেছি।” তবে কেবল সন্দেশখালির মতো ঘটনাই যে তাঁকে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা দিয়েছে, তেমনটা নয়। তাঁর বক্তব্য, ‘সন্দেশখালির মতো ঘটনা রাজ্যের আরও অনেক জেলায় রয়েছে।’ অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করেন, “বিজেপির সঙ্গে আমি আর আমার সঙ্গে বিজেপি শেষ ৫-৬ দিনের মধ্যে যোগাযোগ করেছি। আমি আদালতে ৭ দিন ছুটি নিই। এই ছুটি নেওয়ায় ক্ষতি কিন্তু আমারই হয়। কল্যাণ কিংবা কুণালের কিন্তু হয়নি ক্ষতি। যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে, তার জন্যই ছুটি নিয়েছিলাম। শুধু গতকাল আমি কোর্টে বসেছি, কতগুলো মামলা ছেড়ে দিতে হবে বলে।”

তিনি স্পষ্ট করেছেন, “তৃণমূলই আমাকে রাজনীতিতে আসার অনুপ্রেরণা জুগিয়েছে। শাসকদল আমাকে নানাভাবে অপমান করেছে। শাসকদলের মুখপাত্ররা আমাদের অপমানজনক মন্তব্য করেছেন। বিজেপিই তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে। বিজেপি সর্ব ভারতীয় পার্টি। তাই বিজেপিতে যোগ দিয়েছে।”