Abhishek Banerjee: বক্সীর নেতৃত্বাধীন প্রথম বৈঠকে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মার্চেই করছেন আলাদা মিটিং
Abhishek Banerjee: সুব্রত বক্সীর নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে দ্বিতীয় নাম ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: ‘ভূতুড়ে ভোটার’ ধরতে কোর কমিটি গড়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া সেই মেগা বৈঠকের মঞ্চে মমতার পাশেই বসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নেতৃত্বে সেই কমিটি গঠন করা হলেও, দ্বিতীয় নাম ছিল অভিষেকের। আর সেই কমিটির প্রথম বৈঠকেই দেখা মিলল না অভিষেকের। শুধু তাই নয়, পৃথক বৈঠকেরও ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সাম্প্রতিককালে বারবার রাজ্যের রাজনৈতিক মহলের চর্চায় উঠে এসেছে তৃণমূলের অন্দরের সমীকরণ। দলের শীর্ষ নেতৃত্ব তথা সুপ্রিমোর সঙ্গে কি অভিষেকের দূরত্ব বাড়ছে? এই প্রশ্ন ঘুরেফিরে সামনে এসেছে। তবে নেতাজি ইন্ডোরের বৈঠকে অভিষেক স্পষ্ট বলেছেন, ‘আমার গলা কেটে দিলেও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম বেরবে।’ কোনও দূরত্ব যে নেই, সেটাই কার্যত বুঝিয়ে দেন অভিষেক। তারপরও বৃহস্পতিবারের বৈঠকে বাড়ল জল্পনা।
মূলত ভোটার লিস্ট পরিষ্কার করার জন্য এই কমিটি গঠন করে দিয়েছিলেন মমতা। ৩৬ জনের ওই কমিটি গঠন করে দেওয়া হয়। বৃহস্পতিবার ছিল সেই কমিটির প্রথম বৈঠক। সেখানে অভিষেক ছাড়াও অনুপস্থিত ছিলেন ডেরেক ও’ব্রায়েন। বৈঠক শেষ হওয়ার পর দেখা যায়, চিরকুট হাতে আর একটি বৈঠকের কথা ঘোষণা করছেন সুব্রত বক্সী। তিনিই জানান, আগামী ১৫ মার্চ দলের জেলা নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসবেন অভিষেক। বক্সীর বৈঠক হওয়া সত্ত্বেও অভিষেকের পৃথক বৈঠক করার প্রয়োজন পড়ল কেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ১৫ মার্চের ওই বৈঠকে সব নেতারা উপস্থিত থাকবেন কি না, সেদিকেই থাকছে নজর।





