Abhishek Banerjee: দলে বিরাট রদবদল! মমতার কাছে তালিকা জমা দিয়েছেন অভিষেক: সূত্র
Abhishek Banerjee: পারফর্ম্যান্স বা কর্মদক্ষতার ওপর জোর দিতে চাইছেন দলের সেকেন্ড ইন কমান্ড। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের প্রতি আনুগত্যই নয়, নেতৃত্ব বদলের ক্ষেত্রে শেষ কথা বলবে পারফর্ম্যান্সই।
কলকাতা: উপনির্বাচন মিটলেই বিরাট রদবদল তৃণমূল কংগ্রেসে। তৃণমূলের অন্দরের খবর এমনটাই। কোথায় কোন নেতৃত্ব বদল হবে? সূত্রের খবর, সেই তালিকা ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। গত ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, লোকসভা ফল খারাপ হয়েছে, সেখানে নেতৃত্ব বদল করা হবে। এবার কি সেই ঘোষণাই বাস্তবায়িত হতে চলেছে?
সূত্রের খবর, আনুমানিক ১২৫টি পুরসভায় রদবদল হবে। যে সব মিউনিসিপ্যাল এলাকায় তৃণমূলের খারাপ ফল হয়েছে, সেখানেই আনা হবে বদল। কাউন্সিলর এবং সংশ্লিষ্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের ভূমিকা খতিয়ে দেখা হবে বলেও জানা গিয়েছে। ২০২৪-এর ফলাফলই হবে মাপকাঠি।
সূত্রের খবর, শুধু পুর নেতৃত্বই নয়, বিভিন্ন সাংগঠনিক জেলাতেও জেলা সভাপতি বদলের প্রস্তাব দিয়েছেন অভিষেক। তৃণমূলের মোট ৩৫টি সাংগঠনিক জেলা আছে। তার মধ্যে ১০-১২টিতে সভাপতি বদল করা হবে বলে জানা যাচ্ছে। সে ক্ষেত্রে পারফর্ম্যান্স বা কর্মদক্ষতার ওপর জোর দিতে চাইছেন দলের সেকেন্ড ইন কমান্ড। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, দলের প্রতি আনুগত্যই নয়, নেতৃত্ব বদলের ক্ষেত্রে শেষ কথা বলবে পারফর্ম্যান্সই।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর থেকে দলের কাজে সেভাবে সক্রিয় থাকতে দেখা যায়নি অভিষেককে। চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হয়েছিল তাঁকে। কলকাতায় ফেরার পর দলের সাংগঠনিক ক্ষেত্রে বিশেষ নজর দিয়েছেন অভিষেক। তাঁর সিদ্ধান্তেই এই রদবদল হচ্ছে বলে জানা যাচ্ছে। আপাতত কোন নেতার ওপর কোপ পড়ে, আর কার দায়িত্ব বৃদ্ধি পায়, সেদিকেই নজর থাকছে।