Suvendu Adhikari: SIR হলে তৃণমূলের ভোট ২ কোটি ৭৫ লক্ষ থেকে ১ কোটি ৭৫ লক্ষ হয়ে যাবে: শুভেন্দু
Suvendu Adhikari: কয়েকদিন আগেই বোলপুরের সভা থেকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে বলেন, “কোনও নির্দেশ এলে মুখ্যসচিবকে জানাবেন। আমাদের না জানিয়ে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। কখনও এই জিনিস হয়নি। ভয় দেখালেই আপনারা ভয় পাবেন! তাহলে ঘরে বসে থাকুন।” এবার কী বললেন শুভেন্দু?

কলকাতা: বাংলায় SIR হলেই বাংলা ৯০ লক্ষ নাম বাদ যাবে। কিছুদিন আগেই জোরাল দাবি করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলেছিলেন, “কোনও রোহিঙ্গা মুসলমানের নাম ভোটার লিস্টে থাকতে পারে না। বিহারে যদি ৩০ লাখ বাদ চলে যায়, এখানে ৯০ লক্ষ আছে।” এবার বললেন, SIR হওয়ার পর তৃণমূলের ভোট ২ কোটি ৭৫ লক্ষ থেকে ১ কোটি ৭৫ লক্ষ হয়ে যাবে।
এদিন ফের একবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শুভেন্দু। সেখানে বিএলও বিতর্ক উঠতেই বললেন, “মুখ্যমন্ত্রী বোলপুরে সরাসরি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করেছিলেন, বিএলও-দের ধমক দিয়েছিলেন। আপনারা জেনে রাখুন এক্সটেনশনে থাকা স্তাবক মুখ্যসচিব মনোজ পন্থকে ১৩ সিসি স্মরণ করিয়ে দিয়ে বলতে চাই ৫ জুলাইয়ের পরে নিয়োগ করা একটাও বিএলও যুক্তিসঙ্গত কারণ ও সিইও অনুমোদন ছাড়া আপনি আইনগতভাবে পরিবর্তন করতে পারেন না। আমার বিশ্বাস সে বার্তা তিনি পেয়ে গিয়েছেন। কোনও বিএলও মনোজ পন্থ চেঞ্জ করতে পারবেন না।”
প্রসঙ্গত, কয়েকদিন আগেই বোলপুরের সভা থেকে প্রশাসনিক আধিকারিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও নির্দেশ এলে মুখ্যসচিবকে জানাবেন। আমাদের না জানিয়ে হুটপাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন। কখনও এই জিনিস হয়নি। ভয় দেখালেই আপনারা ভয় পাবেন! তাহলে ঘরে বসে থাকুন।” এবার শুভেন্দু বললেন, “বিএলও বন্ধুদের বলব তাঁরা এ রাজ্যের সরকারের কর্মচারী। নির্বাচন কমিশনের অধীনে তাঁরা কাজ করবেন। ইলেকশন কমিশন বললে আপনারা কাজ শুরু করুন। আপনারা আক্রান্ত হলে সংবিধান আক্রান্ত হবে। আমরা তো আওয়াজ তুলবই। বাকি তো ইলেকশন কমিশনকে বুঝে নিতে হবে।”
এরপরই এসআইআর নিয়ে বলতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে শুভেন্দু বলেন, “SIR নতুন কিছু নয়। ২০০২ সালেও এই রাজ্যে হয়েছিল। ২০০৪ সালে ভোটার লিস্ট বেরিয়েছিল, ২৬ লক্ষ নাম বাদ চলে গিয়েছিল। এবার SIR হওয়ার পর আপনার ভোট ২ কোটি ৭৫ লক্ষ থেকে ১ কোটি ৭৫ নেমে যাবে। কিছু করতে পারবেন না। দেখবেন আর জ্বলবেন, লুচির মতো ফুলবেন।”
