কলকাতা: ফের দলের সংগঠনের রাশ ধরতেই তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে পোস্টের বন্যা সোশ্যাল মিডিয়ায়। কেউ লিখলেন, সুবজ সেনার সেনাপতি, যুব সমাজের নতুন জীবন। একইলঙ্গে সুব্রত বক্সীর মন্তব্য উদ্ধৃত করে করা হল পোস্ট। সোশ্যাল মিডিয়ায় লেখা হল, ‘অভিষেক আমাদের সবার নেতা’। একাধিক পেজ থেকেও করা হল লাগাতার পোস্ট।
প্রসঙ্গত, বছর ঘুরলেই বিধানসভা ভোট। বিরোধীদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ঘাসফুল শিবির। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন দলের নেতারা। ভূতুড়ে ভোটার ধরতে জোরকদমে চলছে অভিযান। এরইমধ্যে এখন থেকে কীভাবে সংগঠন কীভাবে চলবে তা শনিবারের বৈঠকে ঠিক করে দিয়েছেন অভিষেক। কীভাবে ব্লক সভাপতি থেকে বুথ সভাপতিরা কাজ করবেন তা ঠিক করে দেবেন অভিষেকই। অভিষেকের ওই বৈঠক নিয়েই এখন জোর চর্চা তৃণমূলের অন্দরে। বৈঠকের পর চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই এবার অভিষেকের সমর্থনে পোস্টের পর পোস্ট সোশ্যাল মিডিয়ায়!
তবে খোঁচা দিতে ছাড়েনি পদ্ম শিবির। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কটাক্ষের সুরে বলেন, “চব্বিশে ভয় দেখিয়ে ভোট নিয়েছেন। ভালবাসায় ভোট পাননি। ২০২৬ সালে আরও বড় পরিবর্তন দেখতে পাবেন। ছাব্বিশে গিয়ে আরেকবার নতুন করে বিশ্লেষণ করতে হবে। কেন ২০২৬ সালের বিধানসভা ভোটে উত্তরবঙ্গে কেন বড় বিপর্যয় হল সেই হিসেব-নিকেশ করতে হবে।”
সোশ্যাল মিডিয়ায় লাগাতার পোস্ট