AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sohom Chakrabarty: ‘অভিষেকের নামে বাজে কথা বলেছে’, রেস্তোরাঁ মালিককে সপাটে চড় সোহমের

Sohom Chakrabarty: সোহমের দাবি, তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করেন রেস্তোরাঁ মালিক। এমনকী তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলেন। এরপরই তিনি চড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের পুলিশ।

Sohom Chakrabarty: 'অভিষেকের নামে বাজে কথা বলেছে', রেস্তোরাঁ মালিককে সপাটে চড় সোহমের
সোহম চক্রবর্তী।Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 07, 2024 | 11:05 PM
Share

কলকাতা: তুমুল অশান্তি নিউটাউনের সাপুরজির একটি রেস্তোরাঁর সামনে। নাম জড়াল অভিনেতা-বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় ওই এলাকায়। সোহমের বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগ ওঠে। সোহম অবশ্য তা স্বীকারও করে নেন। সোহমের দাবি, তাঁকে কদর্য ভাষায় আক্রমণ করেন রেস্তোরাঁ মালিক। এমনকী তাঁর নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বাজে কথা বলেন। এরপরই তিনি চড় মারেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ।

সোহম বলেন, “আমি শর্ট দিচ্ছি। হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি। নীচে এসে জানতে চাই কী হয়েছে? আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করছে। মালিককে বলতেই ঔদ্ধত্য দেখাতে শুরু করেন। শুনলাম বলেছেন কে এমএলএ আমার জানার দরকার নেই। আমাকে খিস্তি করেছে। সবথেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গিয়েছে গরম হয়ে যায়। বাদবাকি এমন কিছু না। তবে এমন বাজে ব্যবহার আমরা অবাক।”

অভিযোগ, ওই রেস্তোরাঁয় শুটিংয়ে এসেছিলেন সোহম। সামনেই তাঁর গাড়ি রাখা ছিল। মালিক এসে গাড়ি সরাতে বলেন। এই নিয়ে তাঁর নিরাপত্তারক্ষীদের সঙ্গে শুরু হয় কথাকাটাকাটি। মারধরের অভিযোগ প্রসঙ্গে সোহম বলেন, “দু’ চারটে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। আমরা দিনের শেষে তো একটা মানুষ। আমাদেরও আবেগ অনভূতি থাকে। আর অভিষেকের নামে বললে তো মানব না। লোকাল থানায় জানিয়েছি। অফিসাররা এসেছিলেন।” এক কর্মচারিকে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এনিয়ে মালিকের কোনও মন্তব্য মেলেনি।