Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalighater Kaku: শিশুদের বেডে কালীঘাটের কাকু? অবাক কাণ্ড SSKM-এ

Kalighater Kaku: এসএসকেএম কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯, ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যা রয়েছে এমন শিশুদের জন্য বরাদ্দ থাকে। সেই তিন বেডের মধ্যে ১৮ নম্বর বেডে কাকুকে ভর্তি করা হয় বলে খবর। এই খবরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।

Kalighater Kaku: শিশুদের বেডে কালীঘাটের কাকু? অবাক কাণ্ড SSKM-এ
কালীঘাটের কাকু। ফাইল চিত্র। Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 08, 2023 | 11:16 AM

কলকাতা: সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়ে এসএসকেএম বারবার কাঠগড়ায়। আদালতের নির্দেশিকায় পর্যন্ত এসএসকেএমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এবার অভিযোগ উঠছে, শিশুদের জন্য বরাদ্দ বেডে রাখা হয়েছে কালীঘাটের কাকুকে। কার্ডিওলজির আইসিসিইউয়ের শিশুদের জন্য যে বেড বরাদ্দ, সূত্রের খবর সেখানেই রাখা হয়েছে কালীঘাটের কাকুকে।

এসএসকেএম কার্ডিওলজি বিভাগে ১৮, ১৯, ২০ নম্বর বেড হৃদরোগের সমস্যা রয়েছে এমন শিশুদের জন্য বরাদ্দ থাকে। সেই তিন বেডের মধ্যে ১৮ নম্বর বেডে কাকুকে ভর্তি করা হয় বলে খবর। এই খবরে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে।

কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ ঘিরে গত কয়েকদিনে টানটান নাটকীয় পরিস্থিতি। যা অব্যহত রইল শুক্রবারও। এদিন জোকা ইএসআই হাসপাতালে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার কথা। সেইমতো সাতসকালে এসএসকেএমে এসে হাজির হয় ইডির টিম।

এদিকে হঠাৎই খবর আসে, কাকুর বুকে ব্যথা হচ্ছে। এরপরই কার্ডিওলজির আইসিসিইউয়ে স্থানান্তরিত করা হয়। আর যে বেডে স্থানান্তরিত করা হয়, তা কোনও পূর্ণবয়স্ক রোগীর থাকার বেড নয়। শিশুদের বরাদ্দ বেড। এসএসকেএমের কর্মীরা পর্যন্ত হতবাক এই ঘটনায়।

গতকালই সামনে এসেছে মুর্শিদাবাদের জঙ্গিপুরের খবর। যেখানে পর্যাপ্ত পরিষেবার অভাবে ৯ শিশুর মৃত্যু হয়েছে। সেই রাজ্যেই শিশুদের বেডে অনায়াসে জায়গা পেয়েছেন ‘প্রভাবশালী’ তকমা পাওয়া সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। এই ঘটনার নিন্দা করে চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা বলেন, “আমাদের লজ্জা রাখার তো আর কোনও জায়গা রইল না। গোটা পশ্চিমবঙ্গে আর কোথাও বেড পাওয়া গেল না? ওই শিশুদের বেডটাই ওনাকে দিতে হবে?” ইতিমধ্যেই এই খবর ঘিরে রাজনৈতিক চাপানউতরও শুরু হয়েছে।

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'