Extortion case: ‘পুলিশের লোক’ বলে পরিচয়, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তোলাবাজির অভিযোগ

Crime in Kolkata: কেউ টাকা দিতে অস্বীকার করলে টেকনো সিটি থানার বিভিন্ন পুলিশ আধিকারিকদের নাম করে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।

Extortion case: 'পুলিশের লোক' বলে পরিচয়, থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তোলাবাজির অভিযোগ
পুলিশের নাকের ডগায় তোলাবাজির অভিযোগ (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 18, 2022 | 7:08 PM

কলকাতা : টেকনো সিটি থানার ( Techno City Police Station) নাকের ডগায় পুলিশের নাম করেই তোলাবাজি। গুরুতর এই অভিযোগ উঠেছে নিউ টাউন (New Town) শাপূর্জি সেতু সংলগ্ন রাস্তায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেশ কয়েকজন যুবক এই তোলাবাজি করে আসছে এলাকায়। পথচলতি বাইক, চারচাকা সহ বিভিন্ন গাড়ি ওই এলাকা দিয়ে গেলেই দাঁড় করানো হত। তারপর টেকনো সিটি থানার পুলিশের নাম করে বিভিন্ন অজুহাতে টাকা চাইত ওই যুবকরা। এমনটাই অভিযোগ প্রকাশ্যে এসেছে। কেউ টাকা দিতে অস্বীকার করলে টেকনো সিটি থানার বিভিন্ন পুলিশ আধিকারিকদের নাম করে হুমকি দেওয়া হত বলেও অভিযোগ।

পুলিশের নাকের ডগাতেই চলছিল তোলাবাজি

বিগত বেশ কিছুদিন ধরেই এই ঘটনা চলে আসছিল। মঙ্গলবার ওই যুবকদের কাজে অতিষ্ঠ হয়ে পথচলতি মানুষ ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত যুবকদের থেকে পুলিশের পরিচয় পত্র দেখতে চান। এরপরই শুরু হয়ে যায় বচসা। এরপরই টেকনো সিটি থানায় খবর দেন বিক্ষুব্ধ পথচলতি মানুষ। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে আসে টেকনো সিটি থানার পুলিশকর্মীরা। ঘটনাস্থল থেকে অভিযুক্ত দুই জনকে আটক করেছে পুলিশ। এদিকে টেকনো সিটি থানার থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই শাপূর্জি সেতু। থানার এত কাছে এইভাবে দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগে রীতিমতো বিরক্ত স্থানীয় মানুষদের একাংশ। পুলিশের নাকের ডগায় কীভাবে এই কাজ চলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা

রাম দাস নামে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, ” অভিযুক্ত যুবকরা বলেছে, আমরা পুলিশের লোক। তখন আমরা প্রশ্ন করি, আপনারা পুলিশের লোক, তার কী প্রমাণ আছে আপনার কাছে। তখন ওরা বলে, আমরা বড়বাবুর লোক, দেখবেন বড়বাবুকে ডাকব?” এরপরই বচসা শুরু হয়ে স্থানীয়দের সঙ্গে। যুবকদের বিরুদ্ধে অভিযোগ, এর আগেও বিভিন্ন সময়ে তারা হাজার টাকা করে তোলাবাজি করত বলে অভিযোগ এলাকাবাসীদের। কখনও হাজার টাকা, কখনও পাঁচশো টাকা করে তোলাবাজি চলত। স্থানীয়দের কেউ তর্ক করতে গেলেই পুলিশের ভয় দেখানো হত বলে অভিযোগ।

এদিকে মঙ্গলবার বচসার জেরে থানায় খবর দেওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসতেই গোটা বিষয়টি পরিষ্কার হয়। ওই যুবকদের সঙ্গে পুলিশের কোনও যোগ নেই বলেই জানানো হয়। তবে থানার এত কাছে কীভাবে কীভাবে পুলিশের চোখে কার্যত ধুলো দিয়ে এভাবে তোলাবাজি চলছিল, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

আরও পড়ুন : Demand of School Reopening : ‘ড্রপ আউট’দের ফেরাতে খোলা হোক স্কুল-কলেজ, হাইকোর্টে জমা পড়ল জনস্বার্থ মামলা

আরও পড়ুন : Organizational Election of TMC: ২ ফেব্রুয়ারি তৃণমূলের সাংগঠনিক নির্বাচন, রিটার্নিং অফিসারের ভূমিকায় পার্থ